Thank you for trying Sticky AMP!!

ভারতের কারখানায় বিষাক্ত গ্যাসে ৮ জনের মৃত্যু

ছবিটি প্রতীকী

ভারতের অন্ধ্রপ্রদেশের সমুদ্রবন্দর বিশাখাপত্তনমের এলজি পলিমার্স নামের একটি কারখানায়  বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একটি শিশু রয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে এই বিষাক্ত গ্যাস ছড়ানোর ঘটনা ঘটে।

লকডাউনের কারণে কারখানাটি বন্ধ ছিল। কারখানার তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এই বিষাক্ত গ্যাস।

এই দুর্ঘটনায় এক হাজারের বেশি মানুষ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ১২০ জনকে। ২০ জনের অবস্থা গুরুতর। বিশাখাপত্তনম পৌরসভা এলাকাবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ বা এনডিআরএফের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, অনেক মানুষকে রাস্তায় ছটফট করতে দেখা গেছে। অনেক লোককে কূপে ঝাঁপ দিয়ে জীবন রক্ষা করতে দেখা গেছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলীয় নেতা–কর্মীদের প্রতি অসুস্থদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।