Thank you for trying Sticky AMP!!

সেলুনে চুল কাটাতে গিয়ে...

প্রতীকী ছবি

চুল কাটাতে ও শেভ করতে ছয় ব্যক্তি একটি সেলুনে গিয়েছিলেন। পরে পরীক্ষায় ছয়জনেরই করোনাভাইরাস পজিটিভে এসেছে। ভারতের মধ্য প্রদেশের একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। শনিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, সেলুনটি মধ্য প্রদেশের খারগোন জেলার বারগাঁও গ্রামে অবস্থিত। সেলুনে গিয়ে ছয়জনের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় পুরো গ্রাম সিল করে দিয়েছে পুলিশ।

খবরে বলা হচ্ছে, সেলুনের নাপিত ওই ছয় ব্যক্তির চুল কাটা ও শেভ করার ক্ষেত্রে একই কাপড় ব্যবহার করেছিলেন।

গ্রামটির এক অধিবাসী ইন্দোরে হোটেলে কাজ করেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে আসেন। ৫ এপ্রিল গ্রামের ওই সেলুনে তিনি চুল কাটান। পরে তাঁর করোনা শনাক্ত হয়। খারগোনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা দিবেশ ভার্মা এই তথ্য জানান।

খারগোনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, একই দিন একই সেলুনে গিয়েছিলেন, এমন আরও ১২ জনকে চিহ্নিত করে করোনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় ছয়জনের করোনা ধরা পড়ে।

সেলুনটির নাপিতেরও করোনা পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় নাপিতের করোনা নেগেটিভ আসে।

খারগোন জেলার ওই গ্রামটিতে এখন পর্যন্ত ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছে ৬ জন।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। এখন পর্যন্ত আক্রান্ত ২৫ হাজারের বেশি। আরা মারা গেছে ৭৭৯ জন।