জম্মুতে বাস খাদে পড়ে ৩৬ জন নিহত

গিরিখাতে বাস পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। দোদা, জম্মু ও কাশ্মীর, ভারত, ১৫ নভেম্বর
ছবি: এএনআই

ভারতের জম্মু ও কাশ্মীরে পাহাড়ি খাদে বাস পড়ে অন্তত ৩৬ যাত্রী নিহত ও ১৯ জন আহত হয়েছেন। আজ বুধবার সেখানকার দোদা এলাকার বাটোতে-কিশতোয়ার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে যাত্রী ছিলেন ৫৫ জন।

জম্মু ডিভিশনাল কমিশনার রমেশ কুমার বলেন, বাসটি গিরিখাতের ৩০০ ফুট গভীরে পড়ে যায়। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানান, আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের অবস্থা অত্যন্ত গুরুতর। আহত ব্যক্তিদের দোদা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

হতাহতের এ ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারের জন্য দুই লাখ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে।