Thank you for trying Sticky AMP!!

মণিপুরে বিএসএফের সদস্যের নারীকে যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল

নারী নির্যাতন

ভারতের মণিপুরে এক নারীকে যৌন নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্য। গত সপ্তাহে রাজ্যটির একটি সুপারশপে এ ঘটনা ঘটে।

বিএসএফের ওই সদস্যের নাম সতীশ প্রসাদ। তিনি বাহিনীটিতে হেড কনস্টেবল পদে রয়েছেন। এরই মধ্যে তাঁকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

সুপারশপে থাকা সিসিটিভি ক্যামেরায় নির্যাতনের দৃশ্য ধরা পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, বিএসএফের পোশাক পরা এক ব্যক্তি এক নারীকে আপত্তিকরভাবে স্পর্শ করছেন।

Also Read: মণিপুরে নারী নিগ্রহ: ভিডিও প্রকাশের ৬২ দিন আগে থানায় অভিযোগ দিলেও পুলিশ কিছু করেনি

এ নিয়ে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মণিপুরের রাজধানী ইম্ফলে একটি পেট্রলপাম্পের কাছে দোকানে ২০ জুলাই ঘটনাটি ঘটে। অভিযোগের বিষয়ে বিএসএফে অভ্যন্তরীণ তদন্ত চলছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে।

মণিপুরে গত ৪ মে দুই তরুণীকে বিবস্ত্র করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তরুণদের একটি দল গ্রামের রাস্তা দিয়ে দুই নারীকে হাঁটিয়ে ধানখেতে নিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতেই তরুণদের কয়েকজন তাঁদের যৌন নির্যাতন করছেন।

Also Read: মণিপুরে স্বাধীনতাসংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ

পরে ওই ঘটনায় ভুক্তভোগী এক নারী ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘পুলিশই আমাদের তাদের (উচ্ছৃঙ্খল জনতা) হাতে তুলে দিয়েছে।’ এ নিয়ে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ ও সমালোচনা শুরু হয়। এ ঘটনায় এক কিশোরসহ সাতজন গ্রেপ্তার হয়েছেন।

Also Read: মণিপুরে সেই দুই নারীর সঙ্গে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী