দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামের কাছে বৈসরানে পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলার পর পর্যটন এলাকায় উল্টে থাকা চেয়ার-টেবিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্য। ২৩ এপ্রিল, ২০২৫
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামের কাছে বৈসরানে পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলার পর পর্যটন এলাকায় উল্টে থাকা চেয়ার-টেবিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্য। ২৩ এপ্রিল, ২০২৫

ভারত-পাকিস্তানের উত্তেজনা নিরসনে সহযোগিতার প্রস্তাব রাশিয়ার

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সহযোগিতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ প্রস্তাব দেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একই সঙ্গে দেশটির উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। গতকাল রোববার তাঁর সঙ্গে কথা বলেন লাভরভ।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দুজনের ফোনালাপের বিষয়ে বলা হয়, ‘নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।’

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বিবৃতিটি প্রকাশ করেছে। এতে আরও বলা হয়, কাশ্মীরের পেহেলগাম এলাকায় গত ২২ এপ্রিল সংঘটিত হামলার জেরে যে সংকট তৈরি হয়েছে, তার রাজনৈতিক সমাধানের ব্যাপারে ভারত ও পাকিস্তান যদি আগ্রহী হয়, তাহলে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত আছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার ঠিক দুই দিন পর ইসহাক দারের সঙ্গে লাভরভের এ ফোনালাপটি হয়। জয়শঙ্করের সঙ্গে আলাপকালেও দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ মেটানোর আহ্বান জানান তিনি।

গত সপ্তাহে কাশ্মীর উপত্যকার পাহাড়ি পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন।

ভারত ও পাকিস্তান দুই দেশই মুসলিম–অধ্যুষিত কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। সে দাবিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একাধিক যুদ্ধ, সশস্ত্র বিদ্রোহ ও কূটনৈতিক টানাপোড়েনের ঘটনা ঘটেছে।

কয়েক দশক ধরে ভারতে অস্ত্র সরবরাহকারী দেশের তালিকায় শীর্ষে অবস্থান ধরে রেখেছে রাশিয়া। সোভিয়েত যুগ থেকেই মস্কো ও নয়াদিল্লির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।