Thank you for trying Sticky AMP!!

ভারতের চেন্নাইয়ে ভারী বৃষ্টি, ৫ জনের মৃত্যু

ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই শহরে গাছচাপায় মারা গেছেন একজন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’–এর প্রভাবে ভারতের চেন্নাইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চেন্নাইয়ের অনেক আবাসিক এলাকা।

আজ মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানার কথা। বৃষ্টিপাতের জেরে চেন্নাইয়ে গতকাল সোমবারই পাঁচজনের মৃত্যু হয়েছে।

Also Read: চেন্নাইয়ে পানির তোড়ে ভেসে গেল গাড়ি

তাঁদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুজন। একজন মারা গেছেন গাছের নিচে চাপা পড়ে। চেন্নাই শহরে আরও দুজনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তবে ঝড়ে তাঁদের মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত নয়।