ভারতের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না
ভারতের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না

ভারতের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সঞ্জীব খান্না। আজ সোমবার সকালে তিনি শপথ নেন।

গতকাল রোববার ভারতের প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যান ডি ওয়াই চন্দ্রচূড়। আজ তাঁর স্থলাভিষিক্ত হলেন ৬৪ বছর বয়সী সঞ্জীব খান্না।

ভারতের রাষ্ট্রপতি ভবনে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্জীব খান্নাকে শপথবাক্য পাঠ করান দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ভারতের প্রধান বিচারপতি হিসেবে ছয় মাস দায়িত্ব পালন করবেন সঞ্জীব খান্না। আগামী বছরের ১৩ মে তাঁর অবসরে যাওয়ার কথা।

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ অন্য মন্ত্রীরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাবেক প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও অনুষ্ঠানে ছিলেন।

সঞ্জীব খান্নার জন্ম দিল্লিতে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল’কলেজে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। তাঁর বাবা দেব রাজ খান্না দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন। মা সরোজ খান্না ছিলেন দিল্লির লেডি শ্রী রাম কলেজের শিক্ষক।

২০০৫ সালে দিল্লি হাইকোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন সঞ্জীব খান্না। এর আগে তিনি আইনজীবী হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালে তিনি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হন।