কলকাতায় প্রচণ্ডে গরমে পার্ক সার্কাস এলাকার মাঠে গাছের নিচে জিরিয়ে নিচ্ছেন কয়েকজন
কলকাতায় প্রচণ্ডে গরমে পার্ক সার্কাস এলাকার মাঠে গাছের নিচে জিরিয়ে নিচ্ছেন কয়েকজন

পশ্চিমবঙ্গে ৬৮ বছরের রেকর্ড তাপমাত্রা

তাপপ্রবাহে জ্বলছে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ। গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘ ৬৮ বছর পর এই বাংলায় দ্বিতীয়বার উঠল এই সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ১৯৬৬ সালের ১০ জুন এই বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল বীরভুমের শান্তিনিকেতনে ৪৭ ডিগ্রি। সেই রেকর্ডও গতকাল পেছনে ফেলে দিয়েছে কলাইকুন্ডা।

কলাইকুন্ডায় রয়েছে ভারতের বিমানবাহিনীর একটি ঘাঁটি। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ঘাঁটিটি নির্মিত হয়েছিল।

গতকাল পুরো পশ্চিম বাংলায় তাপমাত্রার পারদ চড়ে। পানাগড়ে ওঠে ৪৫ দশমিক ৬ ডিগ্রি, মেদিনীপুরে ৪৫ দশমিক ৫ ডিগ্রি, বাঁকুরায় ওঠে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড গরমে ছাতা হাতে হাঁটছেন পথচারীরা। রাসবিহারী এলাকা থেকে তোলা

এ ছাড়া কলকাতায় ৪৩ , দমদমে ৪৩ ডিগ্রি, সল্টলেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে।

এই তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে গতকাল কলকাতার রাজপথে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম প্রবন্ধ কুমার রানা (২৯)। তাঁর বাড়ি কলকাতার শহরতলির বাগুআটির অর্জুনপুরে।

এদিকে এই তীব্র তাপপ্রবাহে কলকাতাসহ রাজ্যের জেলা শহরগুলো কার্যত ফাঁকা হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। মাছ–মাংস ও সবজির বাজার অনেকটাই ফাঁকা। বেড়েছে আইসক্রিম, কোল্ডড্রিংকসের চাহিদা। ডাবের মূল্য আকাশছোঁয়া। ৭০ থেক ৮০ রুপির নিচে ভালো ডাব মিলছে না। চাহিদা বেড়েছে এসি এবং বৈদ্যুতিক  পাখার।

কলকাতার তীব্র তাপপ্রবাহে বেড়েছে শরবতের চাহিদা। গড়িয়াহাট এলাকা থেকে তোলা

রাজ্যে বিদ্যুৎ বিভাগও নতুন এসির সংযোগ দিতে হিমশিম খাচ্ছে। রাজ্যের স্কুল–কলেজ বন্ধ আছে। বাসের যাত্রী সংখ্যা কমে গেছে রাজ্যের সর্বত্র। বহু স্কুলে শুরু হয়েছে অনলাইনে ক্লাস।