বোয়িংয়ের লোগো
বোয়িংয়ের লোগো

ভারতে বোয়িংয়ের কিছু উড়োজাহাজের জ্বালানির সুইচ পরীক্ষার নির্দেশ

উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের বিভিন্ন মডেলের উড়োজাহাজের জ্বালানির সুইচগুলো পরীক্ষা করতে স্থানীয় বিমান পরিবহন সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে ভারত।

গত মাসে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২৬০ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ নির্দেশ দেওয়া হয়েছে।

গত শনিবার ভারতের উড়োজাহাজ দুর্ঘটনাবিষয়ক তদন্ত ব্যুরো ওই ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। উড়োজাহাজটি বোয়িংয়ের তৈরি ছিল। তদন্ত প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি ওড়ার কিছুক্ষণই পরই এর ইঞ্জিনে জ্বালানি সরবরাহের সুইচগুলো চালু অবস্থা থেকে বন্ধ অবস্থায় চলে গিয়েছিল।

প্রতিবেদনে গত ১২ জুনের দুর্ঘটনা নিয়ে কোনো চূড়ান্ত মতামত দেওয়া হয়নি বা কাউকে দোষারোপ করা হয়নি। তবে সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে উড়োজাহাজের এক পাইলট আরেক পাইলটকে জিজ্ঞাসা করেছিলেন, কেন তিনি জ্বালানির সুইচ বন্ধ করে দিয়েছেন। জবাবে দ্বিতীয় পাইলট বলেছিলেন, তিনি এটি করেননি।

ভারতের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) গতকাল সোমবার ৭৮৭ ও ৭৩৭-সহ বোয়িংয়ের কয়েকটি মডেলের উড়োজাহাজে জ্বালানির সুইচের লক–ব্যবস্থা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।

জ্বালানির সুইচের লক নিরাপদ আছে বলে বোয়িং কোম্পানির পক্ষ থেকে দাবি করার পর এ নির্দেশনা এসেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উড়োজাহাজ চলাচল–সংক্রান্ত প্রশাসনের (এফএএ) দেওয়া বিশেষ বিজ্ঞপ্তির সঙ্গে মিল রেখে এই নির্দেশনা দেওয়া হয়েছে। লকগুলো যেন ভুলবশত নড়ে না যায়, তা নিশ্চিত করতে পরীক্ষা করা উচিত বলে এফএএর বিজ্ঞপ্তিতে সুপারিশ করা হয়েছিল।

ভারতীয় ও আন্তর্জাতিক কয়েকটি উড়োজাহাজ সংস্থা ইতিমধ্যে তাদের উড়োজাহাজের জ্বালানির সুইচের লক–ব্যবস্থা পরীক্ষা শুরু করেছে।

ডিজিসিএ এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা এফএএর বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের উড়োজাহাজগুলো পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। বিষয়টি ডিজিসিএর নজরে এসেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব উড়োজাহাজ কোম্পানি এ ধরনের উড়োজাহাজ (বোয়িং) পরিচালনা করে, তাদের সবাইকে আগামী ২১ জুলাইয়ের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা শেষ করতে হবে।

এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ভারতের পশ্চিমাঞ্চলীয় আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা করার কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে। এতে উড়োজাহাজের ২৪২ আরোহীর মধ্যে একজন ছাড়া সবাই মারা যান। এ ছাড়া ওই উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার জায়গায় আরও ১৯ জন নিহত হন।

গতকাল কর্মীদের উদ্দেশে এক চিঠিতে এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাম্পবেল উইলসন বলেন, দুর্ঘটনার তদন্ত এখনো চলছে। তাঁর মতে, এ ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো সময় হয়নি।