বিপ্লব কুমার দেব ও তাঁর স্ত্রী নীতি দেব
বিপ্লব কুমার দেব ও তাঁর স্ত্রী নীতি দেব

ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিবাহবিচ্ছেদের গুঞ্জন

ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। তাঁর স্ত্রী নীতি দেব নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

নীতি দেব বলেন, তাঁদের ২৪ বছরের দাম্পত্যজীবন ভেঙে যাচ্ছে। বলেন, ‘চাইনি আমি এটা। চেষ্টা করেছি সংসার বাঁচাতে। পারলাম না। উনি (বিপ্লব) প্রলোভনের ফাঁদে পা দিয়েছেন।’

বিপ্লব দেব ত্রিপুরার ভূমিপুত্র। একসময় তিনি দিল্লিতে ছিলেন। কাজ করতেন জিম ট্রেইনারের। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় নীতির। তারপর ভালোবাসা ও বিয়ে। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে।

২০১৬ সালে বিপ্লব দেবকে ত্রিপুরার রাজ্য সভাপতি বানায় বিজেপি। ২০১৮ সালে তাঁর নেতৃত্বে ত্রিপুরা রাজ্য থেকে বাম শাসনের অবসান ঘটায় বিজেপি। বিদায় নেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার। নতুন মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেবই। কিন্তু পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২২ সালে বিপ্লব মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।

গত বছর ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে সংসদ সদস্যপদে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন বিপ্লব দেব। এখন তিনি দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির একজন নেতা হয়ে প্রচারকাজে রয়েছেন।