পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের খুঁজতে ভারতীয় নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান চালাচ্ছে
পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের খুঁজতে ভারতীয় নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান চালাচ্ছে

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গতকাল শনিবার দিবাগত রাতে আবারও গোলাগুলি হয়েছে। এ নিয়ে ধারাবাহিকভাবে তৃতীয় রাতের মতো গোলাগুলি হলো। ভারতীয় সেনাবাহিনী আজ রোববার এ কথা জানিয়েছে।

গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে। ভারতের অভিযোগ, পাকিস্তান আন্তসীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। তবে পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এ নিয়ে ভারতের যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দায়ী ব্যক্তিদের খুঁজতে ভারতীয় নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান চালাচ্ছে। ভারতীয় পুলিশের দাবি, পলাতক বন্দুকধারীদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক।

আজ রোববার ভারতীয় সেনাবাহিনী দাবি করে, নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি ছুড়েছেন। জবাবে ভারতীয় সেনারা পাল্টা গুলি ছুড়েছেন।

পেহেলগামের ঘটনায় নয়াদিল্লি এরই মধ্যে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে, পাকিস্তানের সঙ্গে তাদের প্রধান স্থলসীমা বন্ধ করে দিয়েছে, কূটনৈতিক সম্পর্ক কমিয়েছে ও পাকিস্তানিদের ভিসা প্রত্যাহার করেছে।

জবাবে ইসলামাবাদ ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে, ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং নিজেদের অংশের প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। তবে শিখ তীর্থযাত্রীদের ভিসা বহাল রাখা হয়েছে।

এদিকে জাতিসংঘ দুই প্রতিদ্বন্দ্বী দেশকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে, যেন গঠনমূলক পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে সংকটের শান্তিপূর্ণ সমাধান করা সম্ভব হয়।