মাওবাদী বিদ্রোহীদের হামলার পর সেনাদের টহল
মাওবাদী বিদ্রোহীদের হামলার পর সেনাদের টহল

ছত্তিশগড়ে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর এক সদস্য ও ১৮ মাওবাদী বিদ্রোহী নিহত

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র মাওবাদীদের সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও অন্যরা মাওবাদী বিদ্রোহী। দক্ষিণ ছত্তিশগড়ের দান্তেওয়াড়া ও বিজাপুর সীমান্তের জঙ্গলে বৃহস্পতিবার এ সংঘর্ষ হয়।

পৃথক ঘটনায় অবুঝমাড়ে নকশালপন্থীদের আইইডি বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

চলতি বছর ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একাধিক সংঘর্ষের ঘটনায় ৮৫ জনের মতো মাওবাদী বিদ্রোহী প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে ৬৯ জন প্রাণ হারান বস্তার এলাকায়।

দান্তেওয়াড়া সীমান্তের কাছে বিজাপুর জেলার গঙ্গালুর পুলিশ ফাঁড়ির অধীন এক জঙ্গলে সকাল ৭টার দিকে সংঘর্ষের ওই ঘটনা ঘটে। এর আগে সেখানে মাওবাদী বিদ্রোহীদের উপস্থিতির তথ্য পেয়ে অভিযান চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দরাজ পি এই তথ্য জানিয়ে বলেছেন, দুপক্ষের মধ্যে থেমে থেমে কয়েক ঘণ্টা সংঘর্ষ হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, সংঘর্ষের সময় গুলিতে বিজাপুর ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) এক সদস্য নিহত হয়েছেন। নিহত হয়েছেন ১৮ মাওবাদী বিদ্রোহীও। ঘটনাস্থল থেকে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।

ইতিমধ্যে নারায়ণপুর জেলার অবুঝমাড় এলাকার জঙ্গলে দিবাগত রাত তিনটার দিকে নিরাপত্তা বাহিনীর অভিযান চলার সময় কিছু বিদ্রোহী একটি আইইডির বিস্ফোরণ ঘটান। অবশ্য এতে হতাহত হওয়ার ঘটনা ঘটেনি।

দুপক্ষের মধ্যে থেমে থেমে কয়েক ঘণ্টা সংঘর্ষ হয়েছে।
সুন্দরাজ পি, বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক

নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, বিস্ফোরণে এক জওয়ান ও এক কর্মকর্তার চোখে ধুলো যায়। দুজনকেই ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁরা নিরাপদ আছেন।

চলতি বছর ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একাধিক সংঘর্ষের ঘটনায় ৮৫ জনের মতো মাওবাদী বিদ্রোহী প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে ৬৯ জন প্রাণ হারান বস্তার এলাকায়।