মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং তাঁকে নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজ
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং তাঁকে নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজ

ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত নিহত

ভারতের মহারাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ওই রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপির প্রধান অজিত পাওয়ার ছাড়াও এ ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। তাঁরা হলেন পাইলট, ফার্স্ট অফিসার, অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা এবং তাঁর এক সহকারী।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, মহারাষ্ট্রের বরামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

চার্টার্ড উড়োজাহাজটি আজ সকাল আটটায় মহারাষ্ট্রের মুম্বাই থেকে বরামতির উদ্দেশে রওনা দেয়। স্থানীয় সময় সকাল পৌনে নয়টার দিকে উড়োজাহাজটি বরামতি বিমানবন্দরের রানওয়ের কাছে বিধ্বস্ত হয়।

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে এএনআই বলছে, জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অজিত পাওয়ার দলের পক্ষে জনসভায় অংশ নিতে বরামতি যাচ্ছিলেন। আজ তাঁর সেখানে চারটি জনসভায় অংশ নেওয়ার কথা ছিল।

ভারতের বেসামরিক বিমান পরিবহন পরিচালক সংস্থার (ডিজিসিএ) প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটির কোনো আরোহী বেঁচে নেই।

অজিত পাওয়ারকে নিয়ে উড়াল দেওয়া চার্টার্ড উড়োজাহাজটি বরামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় আছড়ে পড়ে সেটিতে আগুন ধরে যায়। ছবিতে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে

অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের ভিডিওতে উড়োজাহাজের ধ্বংসস্তূপের ভেতর আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা যায়।

৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাইপো এবং লোকসভা সদস্য সুপ্রিয়া সুলের চাচাতো ভাই।

২০২৩ সালে অজিতের নেতৃত্বে এনসিপিতে ভাঙন ধরে, তিনি শরদ পাওয়ারের বিরুদ্ধে অবস্থান নেন। পরে এনসিপির একটি অংশ তাঁর নেতৃত্বে এবং আরেকটি অংশ শরদের নেতৃত্বে পরিচালিত হচ্ছিল।

অজিত বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হন।