জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক

গাজায় বেসামরিক মানুষের ওপর হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘের মানবাধিকারপ্রধান

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা যুদ্ধাপরাধের শামিল। তিনি গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে সংঘটিত হত্যাকাণ্ডের স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন।

ফলকার টুর্ক বলেন, টানা তিন দিন ধরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে মানুষ নিহত হচ্ছেন। এ ঘটনায় দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক এক বিবৃতিতে বলেন, গাজায় স্বল্প পরিমাণ খাদ্যসাহায্য নিতে আসা বেসামরিক নাগরিকদের ওপর হামলা অকল্পনীয় ও অমানবিক।

ফলকার টুর্ক বলেন, বেসামরিক জনগণের ওপর উদ্দেশ্যপ্রণোদিত হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ও এটি একটি যুদ্ধাপরাধ।

টুর্ক আরও বলেন, ফিলিস্তিনিদের সামনে এখন সবচেয়ে ভয়াবহ দুটি বিকল্প রাখা হয়েছে—হয় অনাহারে মৃত্যুবরণ, না হয় সামরিকভাবে নিয়ন্ত্রিত সহায়তাব্যবস্থার মাধ্যমে যে সামান্য খাবার দেওয়া হয়, তা নিতে গিয়ে গুলিতে প্রাণ হারানো।  

টুর্ক বলেন, ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়া যুদ্ধাপরাধ হতে পারে।

ফলকার টুর্ক আরও বলেন, ক্ষুধার হুমকি, ২০ মাস ধরে বেসামরিক মানুষের হত্যাযজ্ঞ, ব্যাপক ধ্বংস, বারবার জোরপূর্বক বাস্তুচ্যুতি, অবমাননাকর ও অমানবিক ভাষা এবং গাজা উপত্যকাকে জনশূন্য করার হুমকি—ইসরায়েলি নেতৃত্বের এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের আওতায় সবচেয়ে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।