Thank you for trying Sticky AMP!!

নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বিক্রি করছে এক্স

টুইটারের মালিকানা কেনার পর এর পাল্টে এক্স করেছেন ইলন মাস্ক

অব্যবহৃত ও নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এক্স (সাবেক টুইটার)। মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি সূত্রে জানা গেছে, এসব অ্যাকাউন্টের জন্য দাম চাওয়া হচ্ছে ৫০ হাজার ডলার বা তার বেশি। এ নিয়ে ক্রেতাদের সঙ্গে বেশ দরদামও চলছে।

অদূর ভবিষ্যতে অব্যবহৃত এক্স অ্যাকাউন্ট বিক্রি করা হবে—এমন ঘোষণা কয়েক মাস আগেই দিয়েছিলেন ইলন মাস্ক। তাঁর ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে বিক্রির প্রক্রিয়া শুরু করল প্রতিষ্ঠানটি।

মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, এক্সের একটি বিশেষ কর্মী দল এসব অ্যাকাউন্ট বিক্রি করার লক্ষ্যে কাজ শুরু করেছে। এসব অ্যাকাউন্ট কিনতে পারে এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের আলোচনা চলছে। প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ই-মেইল চালাচালির সত্যতা পাওয়ার দাবি করছে ফোর্বস।

গত বছর মাইক্রোব্লগিং সাইট টুইটারের মালিকানা কিনে নেন ইলন মাস্ক। এরপর এর নাম পাল্টে রাখেন এক্স। তবে গত এক বছরে প্রতিষ্ঠানটির আয় অনেক কমে গেছে। আয় বাড়ানোর লক্ষ্যে মাস্ক অনেক পদক্ষেপ নিয়েছেন। এর অংশ হিসেবেই এখন অব্যবহৃত অ্যাকাউন্ট বিক্রির প্রক্রিয়া চলছে।