ইতিহাসের এই দিনে

নাৎসিদের হাতে ধরা পড়েন আনা ফ্রাঙ্ক

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৪ আগস্ট। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

কিশোরী আনা ফ্রাঙ্ক
ফাইল ছবি: রয়টার্স

আনা ফ্রাঙ্কের কথা নিশ্চয়ই মনে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে লেখা যাঁর ডায়েরি পড়ে শিউরে উঠেছিলেন সারা বিশ্বের মানুষ। ১৯৪৪ সালের ৪ আগস্ট নেদারল্যান্ডসের আমস্টারডামে কিশোরী আনা ফ্রাঙ্ক ও তাঁর পরিবারের সদস্যরা নাৎসি বাহিনীর হাতে ধরা পড়েন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের ভয়ে দুই বছরের বেশি সময় ধরে সপরিবার লুকিয়ে ছিলেন আনা ফ্রাঙ্ক। সেখানেই নিয়মিত ডায়েরি লেখেন তিনি। তাঁর মৃত্যুর পর সেটি বই আকারে প্রকাশিত হয়—‘আনা ফ্রাঙ্কের ডায়েরি’। বইটি বহু ভাষায় অনূদিত হয়েছে। বিক্রি হয়েছে লাখ লাখ কপি।

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ

২০২০ সালের ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ হয়

লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ হয় ২০২০ সালের আজকের দিনে। এতে প্রাণ যায় দুই শতাধিক মানুষের। আহত হন সাড়ে ছয় হাজার মানুষ।

কিশোর কুমারের জন্মদিন

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা কিশোর কুমার

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা কিশোর কুমার। হিন্দি, বাংলাসহ বিভিন্ন ভাষায় দুই হাজারের বেশি গান গেয়েছেন তিনি। অভিনয় করেছেন দর্শকপ্রিয় বহু চলচ্চিত্রে। আজ কিশোর কুমারের জন্মদিন। ১৯২৯ সালের এ দিনে তিনি জন্ম গ্রহণ করেছিলেন।

আকাশে উড়ল ইলেকট্রিক হেলিকপ্টার

আকাশযানের ক্ষেত্রে নতুন প্রযুক্তি নিয়ে হাজির ফরাসি প্রকৌশলী পাসকাল চারতেইন। ২০১১ সালের এ দিনে নিজের উদ্ভাবিত একটি হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ান তিনি। ইলেকট্রিক হেলিকপ্টার এটি। এতে ব্যবহার করা হয় বিদ্যুৎশক্তি। হেলিকপ্টারটি ২ মিনিট ধরে ভূমি থেকে ৫০ সেন্টিমিটার ওপরে উড়েছিল।