Thank you for trying Sticky AMP!!

গাজায় ফিলিস্তিনিদের জানাজার ব্যবস্থা করা হচ্ছে

ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দিন নাকাবা দিবস (ফিলিস্তিনিদের জন্য মহাবিপর্যয় দিন) উপলক্ষে এবং জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ডাকা ফিলিস্তিনিদের বিক্ষোভে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। গতকাল গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েল-গাজা সীমান্তে। ছবি: রয়টার্স

ফিলিস্তিনিরা গতকাল সোমবার গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ৫৮ জনের জানাজার আয়োজন করছেন। জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে ফিলিস্তিনিরা বিক্ষোভ করলে ইসরায়েলি সেনারা তাদের ওপর গুলি চালিয়েছিল। এটি ছিল ২০১৪ সালের যুদ্ধের পর সবচেয়ে রক্তক্ষয়ী দিন।

ইসরায়েলের সৃষ্টিতে ফিলিস্তিনিদের গণ-উচ্ছেদের ৭০তম বার্ষিকীর দিনে নিহত ব্যক্তিদের দাফন করা হচ্ছে। ফিলিস্তিনিরা একে নাকবা বলে অভিহিত করে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আজ মঙ্গলবার আরও সংঘর্ষের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে।

তবে ফিলিস্তিনি দলগুলো ইঙ্গিত দিয়েছে, তারা প্রতিবাদের লাগাম টেনে ধরতে ইচ্ছুক।