ঘানেম আল-মাসারি
ঘানেম আল-মাসারি

সৌদি যুবরাজের সমালোচনা করে যুক্তরাজ্যে প্রাণহানির শঙ্কায়

সৌদি বংশোদ্ভূত ব্রিটিশ ইউটিউবার ঘানেম আল-মাসারিরের ফোন ২০১৮ সালে পেগাসাস স্পাইওয়্যার দিয়ে হ্যাক করে সৌদি আরব। সৌদি রাজপরিবারের সমালোচনার জেরে তাঁকে নজরদারি, হয়রানি ও শারীরিক হামলার শিকার হতে হয়। ছয় বছরের আইনি লড়াইয়ের পর গত সোমবার লন্ডনের হাইকোর্ট সৌদি আরবকে দায়ী করে ৩০ লাখ পাউন্ড (প্রায় ৪১ লাখ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালত জানান, আল-মাসারিরকে প্রকাশ্য সমালোচনা থেকে বিরত রাখতেই এই হামলা হয়েছিল।