গাজায় ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ভবন। ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষের খোঁজে এক উদ্ধারকর্মী। গাজা নগরী, ফিলিস্তিন
গাজায় ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ভবন। ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষের খোঁজে এক উদ্ধারকর্মী। গাজা নগরী, ফিলিস্তিন

গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

ফিলিস্তিনের গাজায় ছয় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। 

ইসরায়েলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৪২ জন নিহত হয়েছেন বলে গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ সময় আহত হয়েছেন ৬৩ জন।

এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৩৪ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হলেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। গাজায় আহত মানুষের সংখ্যা ৭৬ হাজার ৮৩৩ জনে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

এর মধ্যে জেরুজালেমসহ ফিলিস্তিনের কয়েকটি জায়গায় আশ্রয়শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালানোর খবর এসেছে। হামলা হয়েছে গাজার হাসপাতালেও।