Thank you for trying Sticky AMP!!

ইসরায়েলের নির্বিচার হামলায় বিধ্বস্ত কয়েকটি ভবন। জাবালিয়া, উত্তর গাজা

ইসরায়েলি হামলায় গাজার ৬০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার দেড় মাস পেরিয়ে গেছে। এ সময়ে একের পর এক হামলায় গাজার প্রায় ৬০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। গাজা প্রশাসনের গণমাধ্যম দপ্তর এ তথ্য জানিয়েছে।

আরও বলা হয়েছে, গাজায় প্রায় ৫০ হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বেশির ভাগ বাড়িঘর ধ্বংস হয়েছে গাজা নগরীসহ উপত্যকার উত্তরাঞ্চলে। এ ছাড়া গাজায় প্রায় আড়াই লাখ বাড়িঘর আংশিক ধ্বংস হয়েছে।

Also Read: গাজায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

এর মধ্যে জেরুজালেমসহ ফিলিস্তিনের কয়েকটি জায়গায় আশ্রয়শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালানোর খবর এসেছে। হামলা হয়েছে গাজার হাসপাতালেও।

Also Read: যুদ্ধবিরতির সপ্তম দিনে আরও ৩০ ফিলিস্তিনি ও ৮ ইসরায়েলি মুক্ত

গাজায় ইসরায়েলের হামলায় নিহত হওয়ার সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৫০টি শিশু এবং ৪ হাজার নারী রয়েছেন।

Also Read: বিশ্বকে অবশ্যই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগিয়ে যেতে হবে: জাতিসংঘ