গাজা উপত্যকার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহতে নিহত ফিলিস্তিনিদের স্বজনদের আহাজারি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই দিন সকালে ইসরায়েলের এক বিমান হামলায় তাঁরা নিহত হন। ২৬ জুন, ২০২৫
গাজা উপত্যকার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহতে নিহত ফিলিস্তিনিদের স্বজনদের আহাজারি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই দিন সকালে ইসরায়েলের এক বিমান হামলায় তাঁরা নিহত হন। ২৬ জুন, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় শুধু ২৪ ঘণ্টায় নিহত ৭২

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে এমন তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় নিহত ব্যক্তিদের এ তালিকায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারানো মানুষেরাও আছেন।

গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় থেকে বলা হয়েছে, গত চার সপ্তাহে অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণকেন্দ্র বা এগুলোর আশপাশে আরও ৪ হাজার ৬৬ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হন। ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৬ হাজার ২৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন।