গাজায় বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল
গাজায় বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল

গাজায় স্থল অভিযান প্রসারিত হচ্ছে: ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান প্রসারিত হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর এই ঘোষণার পর গতকাল শুক্রবার রাতে তারা গাজায় বোমা হামলা জোরদার করেছে।

গত রাতে মুহুর্মুহু ইসরায়েলি বোমার আঘাতে গাজা বারবার প্রকম্পিত হয়। গাজার রাতের আকাশে দেখা যায় বোমা বিস্ফোরণের ঝলকানি।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত রাতে ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় প্রচণ্ড বোমা হামলা চালিয়েছে। কিছু ইসরায়েলি সেনা ও ট্যাংক গাজায় প্রবেশ করেছে।

গাজায় স্থল অভিযান প্রসারিত করার ঘোষণার সঙ্গে এই সামরিক তৎপরতার কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েল।

গাজায় বহুল আলোচিত স্থল অভিযান গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কি না, তা নিশ্চিত করে বলতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সরকারের মুখপাত্র আইলন লেভি বলেন, তিনি অভিযানসংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করবেন না।

হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস বলেছে, উত্তর ও মধ্য গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।

গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেটও ছোড়া হয়েছে।

তবে হামাসের দাবি, স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। তারা দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করেছে।

প্রতিক্রিয়ায় ৭ অক্টোবর থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তিন সপ্তাহের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় সাত হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।