
পৃথক সাতটি মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ইসলামাবাদ হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রীকে সাত মামলায় ৬ এপ্রিল পর্যন্ত জামিন দেন। মামলার শুনানি করেন হাইকোর্টের প্রধান বিচারপতি আমীর ফারুকের নেতৃত্বাধীন একটি বেঞ্চ।
এর আগে সোমবার সকালে লাহোর থেকে ইসলামাবাদে এসে পৌঁছান ইমরান খান। এরপর তিনি আদালতে হাজির হন। ইসলামাবাদে তাঁর নামে হওয়া মামলায় আগাম জামিনের আবেদন করেন তিনি। ইমরান খান মোট সাতটি মামলায় আগাম জামিন চাইলে আদালত সব কটি মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।
আদালতে শুনানির শুরুতে ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার আদালতকে বলেন, ইমরান খানকে যদি গ্রেপ্তার করা হতো, তাহলে অপূরণীয় ক্ষতি হতো। তিনি যুক্তি তুলে ধরে বলেন, ‘এ ছাড়া পাকিস্তানের একক বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান হওয়ায় এমন আশঙ্কা আছে যে ইমরান খানের রাজনৈতিক প্রতিপক্ষ ও বিরোধীরা তাদের ঘৃণ্য পরিকল্পনা ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আরও এগিয়ে নিতে সক্ষম হবে, যদি আবেদনকারীকে গ্রেপ্তার-পূর্ব জামিন না দেওয়া হয়।’
এর আগে পিটিআই টুইটারে একটি ভিডিও পোস্ট করে। তাতে দেখা যায়, ইমরান খান নিজের গাড়িতে করে আদালত ভবনে যাচ্ছেন। এ সময় তাঁর গাড়িটি ঘিরে ছিলেন ইসলামাবাদ পুলিশের কয়েক ডজন সদস্য। এরপর আদালত ভবনের সামনে গাড়ি থেকে নেমে ইমরান খান একটি বুলেটপ্রুফ জ্যাকেট পরে ভেতরে যান।