
অদ্ভুতভাবে ইমরান খান এখন পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। পাঞ্জাবের রাওয়ালপিন্ডি শহর থেকে ১৩ কিলোমিটার পশ্চিমে আদিয়ালা কারাগারের ৮০৪ নম্বর কয়েদি ইমরান খানের জনপ্রিয়তা তো কমেনি; বরং তিনি এমন এক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছেন, যে ব্যবস্থাটিকে বহু মানুষ সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বলে মনে করে।