Thank you for trying Sticky AMP!!

করোনা মহামারির বিদায়ের সময় জানাল ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, করোনা মহামারির গুরুতর পর্যায় চলতি বছরই বিদায় নিতে পারে। এর পরিপ্রেক্ষিতে তিনি আশা প্রকাশ করে বলেন, এ বছর বিশ্বজুড়ে করোনা-সংক্রান্ত জরুরি অবস্থা আর থাকবে না। বিদায় নেবে করোনা মহামারি।

জনস্বাস্থ্য খাতের সম্মানজনক থমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল ইন গ্লোবাল পাবলিক হেলথ পেয়েছেন তেদরোস আধানোম। গত সোমবার এ পুরস্কার গ্রহণ করেন তিনি। এ উপলক্ষে এক বিবৃতিতে সংস্থাটির প্রধান তেদরোস আধানোম তাঁর এ প্রত্যাশার কথা জানান। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে।