Thank you for trying Sticky AMP!!

কিউবায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

কিউবায় দেশটির একটি সামরিক হেলিকপ্টার পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন। সশস্ত্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, পূর্বাঞ্চলীয় প্রদেশ হোলগুইন থেকে গুয়ানতনামো প্রদেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। তবে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

২০১৮ সালের মে মাসে কিউবায় ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। হাভানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছিল। সেখানে উড়োজাহাজের একজন যাত্রী ছাড়া ১১২ আরোহী নিহত হন।