Thank you for trying Sticky AMP!!

ব্রাজিলে বাঁধ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৮

বাঁধ ভেঙে কাদাজলে ভেসে গেছে পুরো এলাকা। ছবি: রয়টার্স

ব্রাজিলে লোহার আকরিক আহরণের খনিতে বাঁধ ধসের ঘটনায় মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫৮ হয়েছে। শত শত নিখোঁজ ব্যক্তির মধ্যে এখন পর্যন্ত ১৯২ জনকে উদ্ধার করা গেছে। বাকি ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। গত শুক্রবার ব্রাজিলের দক্ষিণ-পূর্বে মিনাস জেরাইস রাজ্যে ব্রুমাদিনহো এলাকায় এ ঘটনা ঘটে।

আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ব্রুমাদিনহোর আশপাশে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারী দল। গতকাল রোববার কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। এমন আশা আর নেই বললেই চলে। এখন পর্যন্ত ৫৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

কোনো কোনো এলাকায় উদ্ধারকাজ চালানো রীতিমতো দুরূহ হয়ে পড়ে। ছবি: রয়টার্স

ভ্যাল নামক একটি খনিপ্রতিষ্ঠানের মালিকানাধীন বাঁধটি ধসের কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে ক্ষোভ দানা বেঁধে উঠছে। তবে ভ্যাল দাবি করেছে, তারা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা মেনে চলেছে।

মরদেহ উদ্ধার করে হেলিকপ্টারে তোলা হচ্ছে। ছবি: রয়টার্স

দুর্ঘটনার সময় বাঁধ ভেঙে স্রোতের মতো আসা কাদাজলে খনি এলাকার ক্যাফেটেরিয়া পুরো চাপা পড়ে যায়। ওই সময় সেখানে খনির শ্রমিকেরা দুপুরের খাবার খাচ্ছিলেন। বাঁধ এলাকার ভেতর, আশপাশের খামার ও বাড়িঘরে বিভিন্ন খনির শ্রমিকেরা বসবাস করতেন। তাঁদের বাড়িঘর ও যানবাহন ধ্বংস হয়ে গেছে।