Thank you for trying Sticky AMP!!

ভেনেজুয়েলায় বন্যা ও ভূমিধসে ২০ জনের প্রাণহানি

ক্ষতিগ্রস্ত একটি পরিবারের সঙ্গে সরকারি কর্মকর্তারা কথা বলছেন।

ভূমিধস ও বন্যায় ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় রাজ্য মেরিদায় কমপক্ষে ২০ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার ভেনেজুয়েলার ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের এক কর্মকর্তা প্রাণহানির খবর জানিয়েছেন। প্রচণ্ড বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যা হয়েছে সেখানে। খবর রয়টার্সের।

মেরিদার গভর্নর র‌্যামন গুয়েভারা ১ হাজার ২০০-এরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছেন। এতে ১৭ জন নিখোঁজ। তাঁদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের জন্য উদ্ধারকর্মীরা কাজ করছেন বলে তিনি জানান।

গভর্নর গুয়েভারা দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির সদস্য। তিনি এ ঘটনাকে রাজনৈতিকভাবে না দেখে সংকট মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে মেরিদার বিভিন্ন এলাকায় ভবন, রাস্তা ও গাড়ি কাদায় ঢাকা। তোভার, বেইলাডোরস, জেয়া ও সান্তা ক্রুজ দ্য মোরা এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে।