
নিজস্ব উপকূলে যুক্তরাষ্ট্রের নৌসেনাদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত মঙ্গলবার সারা দেশে বড় পরিসরে সেনা মোতায়েনের ঘোষণা দেয় ভেনেজুয়েলা। গ্লোবাল ফায়ারপাওয়ারের ২০২৫ সালে করা সামরিক শক্তির তালিকা অনুযায়ী, সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বে ১৬০টি দেশের মধ্যে ভেনেজুয়েলার অবস্থান ৫০তম। সামরিক সক্ষমতায় যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও, ভেনেজুয়েলার সরকার প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের কৌশল রাজনৈতিক চাপ সৃষ্টি করা।