
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক অ্যান্টনি কেনেডি অবসরে যাচ্ছেন। এর ফলে সর্বোচ্চ আদালতে রক্ষণশীলদের প্রাধান্য দেওয়ার সুযোগ পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাস্টিস কেনেডি অনেক সিদ্ধান্তে বেঞ্চের উদারনীতিকদের পক্ষে ভোট দিয়েছেন। এর মধ্যে ৫-৪ ভোটে সমলিঙ্গের বিয়ে ও গর্ভপাতের অধিকার রক্ষার সিদ্ধান্তও রয়েছে। তাঁর অবসরে যাওয়ার খবরে অনেক নারী অধিকার গ্রুপ আশঙ্কা করছে, এর ফলে ভবিষ্যতে বহু অঙ্গরাজ্যে বৈধ গর্ভপাতও বন্ধ হয়ে যেতে পারে।
ট্রাম্পকে লেখা এক চিঠিতে সর্বোচ্চ আদালতে কাজ করার সুযোগ পাওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কেনেডি।
বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, ৩১ জুন অবসরে যাচ্ছেন ৮১ বছর বয়সী অ্যান্টনি কেনেডি।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নয় সদস্যের মধ্যে তাঁর বয়স দ্বিতীয় সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন নাগরিকদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অত্যন্ত বিতর্কিত আইন, রাষ্ট্র ও ফেডারেল সরকারের মধ্যে দ্বন্দ্ব, সাজার চূড়ান্ত আবেদনের নিষ্পত্তির মতো বিষয়গুলোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দেন এ আদালত।
কেনেডি বলেছেন, পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য তিনি অবসরে যাচ্ছেন।
কেনেডি ক্যালিফোর্নিয়ায় বড় হয়েছেন। প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান তাঁকে মনোনয়ন দেন এবং ১৯৮৮ সাল থেকে তাঁর মেয়াদ শুরু হয়। ভোটের অধিকার, নির্বাচনী প্রচারে অর্থ ব্যয়, বন্দুকের অধিকারের মতো বিষয়গুলোয় কনজারভেটিভদের পক্ষে থাকলেও বিভিন্ন রুলিংয়ের ক্ষেত্রে তাঁকে সুইং ভোট হিসেবে ধরা হয়।