
নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শারদোৎসব উপলক্ষে প্রবাস প্রজন্মের শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্থানীয় একটি ভেন্যুতে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল একক ও দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি, আলেখ্যানুষ্ঠান ‘বাল্মীকি প্রতিভা’সহ নানা আয়োজন।
প্রবাসে বহুজাতিক সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রজন্মের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে খুদে শিল্পীদের পরিবেশনা ছিল মুগ্ধ হওয়ার মতো। সংগীত শিল্পী সান্ত্বনা রায় চৌধুরী ও নৃত্যশিল্পী নিবেদিতা ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে খুদে অংশগ্রহণকারীরা তাদের নান্দনিক পরিবেশনার মাধ্যমে শারদোৎসবে উপস্থিত সুধীজনদের বিমোহিত করে রাখে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শারদোৎসবে উপস্থিত সুধীজনেরা ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রজন্মের নান্দনিক পরিবেশনার জন্য তাদের অভিনন্দন জানান। বিপুলসংখ্যক প্রবাসী মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।