
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে গ্রেটার ওয়াশিংটন ডিসির প্রবাসী বাংলাদেশিরা। ১৩ অক্টোবর দুপুরে ইউএস ক্যাপিটাল হিলের সামনে এই বিক্ষোভের আয়োজন করে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি অব গ্রেটার ওয়াশিংটন ডিসি।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা আবরার ফাহাদ হত্যাকারী বুয়েট ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যেন ভবিষ্যতে নৃশংসভাবে আর কাউকে এভাবে হত্যা করার সাহস না পায় অপরাধীরা। বক্তারা বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদের কথা বলায় তাকে হত্যা করা হয়েছে দাবি করে ভারতের সঙ্গে স্বার্থ বিরোধী সব চুক্তি থেকে বিরত থাকার দাবি জানান। আবরার হত্যায় তাৎক্ষণিক গ্রেপ্তারসহ অপরাধীদের রিমান্ডে নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বক্তারা। তবে অপরাধীদের বিচার কার্যক্রম যেন এখানেই থেমে না যায়, সেই দাবি জানিয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের দ্রুত ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানিয়েছেন।
এদিকে বুয়েট প্রশাসনের কাছে বিক্ষোভকারীরা দাবি জানিয়েছে, অবিলম্বে আবরার হত্যার সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। এ সময় প্রবাসী বাংলাদেশিরা আবরার হত্যার প্রতিবাদে বুয়েটে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানান। বুয়েটের সাবেক শিক্ষক ও বর্তমানে জনহপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আহমেদ বিক্ষোভে অংশ নিয়ে বলেন, বর্তমান বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ কার্যক্রম চালাচ্ছে। শুধু বুয়েটে না, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলেও অনৈতিক কর্মকাণ্ড করছে তাঁরা। এতে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। ভারত-বাংলাদেশ মধ্যকার সম্পর্ক নিয়ে মন্তব্য করায় আবরার হত্যার শিকার হয়েছে এমনটাই দাবি করে তিনি বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পেছনে মূল কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা এই হত্যার প্রতিবার জানাচ্ছি। পাশাপাশি ভারতের সঙ্গে চুক্তির ক্ষেত্রে নিজেদের স্বার্থ দেখারও আহ্বান জানান সরকারের প্রতি।
আবরার হত্যার বিচারের দাবিতে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশিদের বিক্ষোভে বক্তব্য রাখেন—বুয়েটের সাবেক শিক্ষক শামিম আহমেদ, সাবেক ছাত্র ওয়াশিংটন ডিসির বাসিন্দা শাহিন, লেখক ও কলামিস্ট মোহাম্মদ আনাম, সাংবাদিক আবু সাইদ মাহফুজ, আইটিপিএফ ইউএসের পরিচালক মো. জামান, কমিউনিটি অ্যাকটিভিস্ট নেসার আহমেদ, ব্যবসায়ী জাহিদ চৌধুরী, নিউজবিডিইউএস-এর উপদেষ্টা মো. আলম, কমিউনিটি অ্যাকটিভিস্ট কামরুন কনা, পিচফর হিউম্যানিটির পরিচালক মোহাম্মদ জহরুল ইসলাম প্রমুখ।
ক্যাপিটাল হিলের সামনে এই বিক্ষোভকারীরা আবরার হত্যার ন্যায় বিচার চেয়ে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেয়। এ সময় তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস ফর আবরার’ বলে স্লোগান দেয়।
আবরার স্মরণে বিক্ষোভে সবাই কালো ব্যাজ ধারণ করে এক মিনিট নীরবতা পালন করে। পরে আবরারের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আবু সাইদ মাহফুজ।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন—নজরুল ইসলাম, হাসমত শিকদার, ব্যবসায়ী মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ সরকার, আফসার মাহমুদ, রহমান, নিউট্রিসিয়ান ফারহানা ইমা, ইয়াসমিন, ফাহিমা বিশ্বাস প্রমুখ।