বিচিত্র

কুকুর তাড়াতে যত বিপত্তি

সুপারশপে ঢুকে পড়া সেই কুকুর
ছবি: ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি সুপারশপে ঢুকে পড়েছিল একটি কুকুর। সেই কুকুরটিকে তাড়াতে শেষমেশ আশ্রয় নিতে হয়েছে পুলিশের।

বার্তা সংস্থা ইউপিআইয়ের খবরে বলা হয়েছে, যখন কুকুরটি ওই সুপারশপে প্রবেশ করেছিল, তখন এ নিয়ে মাথা ঘামাননি কর্মচারীরা। কারণ, ওই কুকুরটি নিজের মতো করে ঘুরছিল। ডলার জেনারেল স্টোরের কর্মীদের যেমন বিরক্ত করছিল না, তেমনি কেনাকাটা করতে আসা কোনো গ্রাহককেও বিরক্ত করেনি। কিন্তু বিপত্তিটা ঘটে সুপারশপ বন্ধ করার সময়।

ওই সুপারশপে কয়েক ঘণ্টা ছিল কুকুরটি। কিন্তু কর্মচারীরা যখন দোকান বন্ধ করতে যান, তখনো কুকুরটি বের হতে চাইছিল না। এমনকি কোনোভাবে সেটিকে বের করেও দেওয়া যাচ্ছিল না। পরে বাধ্য হয়ে পুলিশের শরণাপন্ন হন সুপারশপের কর্মীরা।

খবরটি ব্রাডেনটন পুলিশের কানে পৌঁছালে তারা ঘটনাস্থলে আসে। এরপর রীতিমতো অভিযান শুরু করেন পুলিশ সদস্যরা। বেশ কায়দা করে পাকড়াও করা হয় কুকুরটিকে।

এখানেই তো শেষ নয়। এরপর খোঁজ নেওয়া হয় এর মালিককে।

ব্রাডেনটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আক্ষরিক অর্থেই এটি ছিল একটি বিশাল কুকুর। এর ওজন ৬১ কেজি। পরে এর মালিককেও খুঁজে পাওয়া যায়। এর নামও জানা যায়। কুকুরটির নাম বেন্টলি।

কুকুরটিকে এর মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে। ওই মালিকের ধারণা ছিল, বেন্টলি হারিয়ে গেছে। ফলে খবর পেয়ে ওই মালিকও ছুটে আসেন সুপারশপে। ব্রাডেনটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কুকুর ফেরত পেয়ে বেশ খুশি ওই মালিক।

যুক্তরাষ্ট্রের পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে বডি ক্যামেরা ব্যবহার করে থাকেন। যে পুলিশ সদস্যরা কুকুরটি ধরতে গিয়েছিলেন, তাঁদের বডি ক্যামেরা ছিল। এই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছে ব্রাডেনটন পুলিশ।

এতে দেখা যায়, পুলিশ সদস্যরা প্রথমে সুপারশপে ঢুকে কুকুরটি খুঁজে বের করেন। এরপর বেশ কয়েক দফার চেষ্টায় কুকুরটি ধরতে পারেন তাঁরা। এরপর সেটি নেওয়া হয় ওই দোকানের বাইরে। এর আগে পুলিশ সদস্যরা ওই কুকুরটির সঙ্গে ছবিও তুলেছেন। এরপর সেটি মালিকের হাতে তুলে দেওয়া হয়।