Thank you for trying Sticky AMP!!

কোরআন ও সুন্নাহর প্রচারে কাজ করছে ছারছীনা দরবার

জ্যাকসন হাইটসের মসজিদে এক অনুষ্ঠানে অতিথিরা

বাংলাদেশের ছারছীনা দরবার শরিফ আল্লাহর পবিত্র কোরআন এবং মহানবী (সা.)-এর সুন্নাহ প্রচার করে ব্যক্তিজীবনে সেগুলোর অনুশীলনে মুসলমানদের উদ্বুদ্ধ করতে কাজ করে আসছে।
২২ জুলাই জ্যাকসন হাইটসের একটি মসজিদে ছারছীনা দরবারের অনুসারী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে বক্তৃতায় ছারছীনার গদিনসিন পীর হজরত মাওলানা শাহ মো. মুহেব্বুল্লাহের বড় মেয়ের জামাতা বরিশাল জামে এবায়দল্লাহ মসজিদের খতিব মাওলানা মির্জা নুরুর রহমান বেগ এসব কথা বলেন।
নুরুর রহমান বলেন, ‘আমাদের দরবার পবিত্র কোরআন এবং মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর সুন্নাহ শান্তিপূর্ণ পন্থায় প্রচার ও প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশসহ সারা দুনিয়ায় মুসলমানদের মধ্যে নবীর আকিদা ও সুন্নাহবিরোধী কিছু শক্তি সৃষ্টি হয়েছে। এরা মহানবীর (সা.) বহু সুন্নাহ মানেন না।’
নুরুর রহমান বলেন, ‘ছারছীনা দরবার সম্পূর্ণ রাজনীতিমুক্ত। ছারছীনা দরবার ইতিমধ্যেই বাংলাদেশে সাড়ে চার হাজার দিনি প্রতিষ্ঠান স্থাপন করেছে। কোনো মাদ্রাসায়ই কোনো রাজনীতি নেই। আমরা কোরআন-হাদিসের বাইরে অন্য কিছু প্রশ্রয় দিই না।’
এবায়দল্লাহ মসজিদের খতিব বলেন, ‘আমি ব্যক্তিগত সফরে আমেরিকায় এসেছি। কোনো চাঁদা তোলার জন্য আমেরিকায় আসিনি। ছারছীনা দরবারের হয়ে কথা বলার জন্য আমাদের পীর সাহেব এর আগে কাউকেই আমেরিকায় পাঠাননি। আমরা আশা করি, ছারছীনার পীর সাহেব অদূর ভবিষ্যতে আল্লাহর রহমতে আমেরিকায় আসবেন।’
ঘরোয়া মাহফিলে ছারছীনা দরবারের অনুসারী ও শুভানুধ্যায়ী ছারছীনার বাণী আমেরিকায় পৌঁছানোর জন্য পরামর্শমূলক বক্তব্য দেন ছারছীনা পীর সাহেবের ভাগনে মাওলানা মির্জা কেফায়েতুর রহমান বেগ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব গিয়াস আহমেদ, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার ও মসজিদের ইমাম খতিব মাওলানা ছাদেকুর রহমান, আর রাহমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আইয়ুব আলী, মাওলানা আবুল কালাম মুন্সী, মাওলানা আবদুল বাতেন, মোহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ। আলোচনা শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ঘরোয়া মাহফিল শেষ হয়।
১৮ জুলাই মাওলানা মির্জা নুরুর রহমান বেগ আমেরিকায় আসেন। ৩১ জুলাই তিনি দেশে ফিরে যাচ্ছেন। তাঁর সঙ্গে মুঠোফোনে (১+ ৯৩৪- ৪৪৪-৭৮২০) কথা বলা যাবে।