Thank you for trying Sticky AMP!!

ক্যালিফোর্নিয়ায় রাহুর মতো ছুটছে দাবানল

যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়া অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। ছবি: এএফপি।

যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়া অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে ২০ হাজার একরের বেশি জমি পুড়ে যাওয়ার ঘটনার পর কর্তৃপক্ষ দ্রুত ওই অঞ্চলের হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে।

এএফপির খবরে বলা হয়, ‘ক্যাম্প ফায়ার’ নামের এ দাবানলের কারণে এরই মধ্যে কাছাকাছি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া ভয়াবহ দাবানলে কয়েক ডজন বাড়ি পুড়েছে এবং ১৫ হাজারের বেশি অবকাঠামো ঝুঁকিতে পড়েছে। বাউটি কাউন্টে নামের ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে বনাঞ্চল থেকে সৃষ্ট দাবানল দ্রুত দেশটির প্যারাডাইস শহরে তাণ্ডব চালাচ্ছে। এতে শহরটির কমপক্ষে ২৬ হাজার বাসিন্দা হুমকির মুখে পড়েছে। কয়েক ঘণ্টার মধ্যে আগুনের গ্রাসে কয়েক ডজন বাড়ি, একটি হাসপাতাল ও গ্যাসস্টেশন পুড়ে গেছে।

ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ বলেছে, এটা খুব বিপজ্জনক, যদি এলাকা ছাড়তে বলা হয়, তবে দ্রুত সরে যান।

এই দাবানলের পাশাপাশি সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আরেক দাবানল ছড়িয়ে পড়েছে। ওই দাবানলে ১০ হাজার একর বনভূমি পুড়েছে।