
প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে দুজন করে মোট চারজন মারা গেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনাভাইরাস নেই। তাঁর শারীরিক পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়েনি। হোয়াইট হাউসের চিকিৎসক এই তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৬ জন।
নিউইয়র্ক ও নিউজার্সিতে ভ্রাম্যমাণ ভাইরাস শনাক্ত দল মোতায়েন করা হয়েছে।
গতকাল শনিবার সপ্তাহান্তের দিন থাকায় বাইরে এমনিতেই লোকজন কম ছিল। করোনার শঙ্কায় বিভিন্ন এলাকা আরও ফাঁকা হয়ে যায়।
মার্কিন গণমাধ্যম বলছে, করোনা-পরিস্থিতি দীর্ঘায়িত হতে পারে।
ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের ঘরে থেকে কাজ করার নির্দেশ দিচ্ছে। বেশ কিছু বিশ্ববিদ্যালয় কম্পাস বন্ধ করে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দিন সাতেক আগে ফ্লোরিডার নিজের রিসোর্টে ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্রাজিলের ওই প্রতিনিধিদলে থাকা কয়েকজন পরবর্তী সময় করোনাভাইরাসে আক্রান্ত হন বলে জানা যায়। এরপর থেকেই ট্রাম্পকে নিয়ে আশঙ্কা তৈরি হয়। একপর্যায়ে তিনি করোনাভাইরাসের পরীক্ষা করাতে রাজি হন।
গতকাল হোয়াইট হাউসের চিকিৎসক এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টের করোনাভাইরাস পরীক্ষায় নেতিবাচক ফল এসেছে। প্রেসিডেন্টের মধ্যে করোনার কোনো লক্ষণ নেই। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হননি।
গতকাল এক প্রেস কনফারেন্সে ট্রাম্প নিজেও সাংবাদিকদের বলেন, তিনি করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছেন এবং পরীক্ষায় করোনা ধরা পড়েনি।
অবশ্য আগে ট্রাম্পের করোনাভাইরাসের পরীক্ষা দরকার নেই বলে মন্তব্য করেছিলেন হোয়াইট হাউসের চিকিৎসক। তারপরই ট্রাম্প জানান, তাঁর পরীক্ষা করানো হয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর স্ত্রী ক্যারেনের করোনাভাইরাস পরীক্ষা করা হবে না। কারণ, চিকিৎসকেরা তাঁর মধ্যে করোনার কোনো উপসর্গ খুঁজে পাননি।