Thank you for trying Sticky AMP!!

ট্রাম্প নীতিহীন ও অসৎ: ম্যাকক্রিস্টাল

মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চার তারকা জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী বলেছেন। ছবি: রয়টার্স

মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চার তারকা জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে ‘অসৎ ও নীতিহীন’ বলে মন্তব্য করেছেন। গতকাল রোববার এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি না তিনি সত্য বলেন।’

আজ সোমবার সিএনএন অনলাইনে এবিসির ওই সাক্ষাৎকারের বিষয়টি প্রকাশিত হয়। এতে বলা হয়, স্ট্যানলি ম্যাকক্রিস্টালের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে জিজ্ঞেস করা হয়, ট্রাম্পকে কি তাহলে তিনি নীতিবহির্ভূত মনে করেন? জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি, তিনি তা–ই।’
ম্যাকক্রিস্টাল বলেন, ‘আমি প্রত্যেক আমেরিকানকে বারবার একটি কাজ করতে বলতে চাই, আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে জিজ্ঞেস করুন, আমরা কেন আছি? সাধারণভাবে গ্রহণযোগ্য নয়, এমন কিছু বিষয় কি আমি দূরে সরিয়ে দিতে বা উপেক্ষা করতে চাই? শুধু তারা আমাদের পছন্দমতো কিছু চাহিদা পূরণ করেছে বলে?’ তিনি বলেন, ‘এমন সময়ে একটি অবস্থানে দাঁড়ানো জরুরি।’

সিরিয়া ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে প্রেসিডেন্টের সঙ্গে দ্বিমতের জের ধরে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের পদত্যাগের ব্যাপারেও প্রতিক্রিয়া জানান অবসরপ্রাপ্ত এই জেনারেল। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে ট্রাম্পের যুক্তি হলো, সেখানে আইএস যোদ্ধারা পরাজিত হয়েছে। সেখানে আর মার্কিন সেনাদের প্রয়োজন নেই।
ট্রাম্পের দাবি অনুযায়ী, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট পরাজিত হয়েছে বলে মনে করেন না ম্যাকক্রিস্টাল। তিনি বলেন, ‘আমি মনে করি না, আইএস পরাজিত হয়েছে। যা অনুমান করা হয়, তার চেয়েও আইএস যোদ্ধারা সংখ্যায় বেশি। অনেক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গত কয়েক বছরের তুলনায় বিশ্বজুড়ে আইএস যোদ্ধারা সংখ্যায় এখন অনেক বেশি।’

ম্যাকক্রিস্টাল বলেন, ‘জিম ম্যাটিসের মতো স্বার্থহীন ও নিবেদিতপ্রাণ কেউ যখন পদত্যাগ করেন, তখন আমাদের ভাবা উচিত—কেন তিনি এটা করলেন। আমাদের জানতে চাওয়া উচিত, কেন জিম ম্যাটিসের মতো একজন কর্মী সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।’

বারাক ওবামা প্রেসিডেন্ট থাকার সময় ‘রোলিং স্টোন’–এর নিবন্ধে প্রশাসনের কর্মকর্তাদের উপহাস করা নিয়ে সমালোচনার মুখে ম্যাকক্রিস্টাল ২০১০ সালে পদত্যাগ করেন।
তাঁর পদত্যাগের পর বারাক ওবামা বলেছিলেন, জাতীয় নিরাপত্তার জন্য এটা সঠিক সিদ্ধান্ত বলে তিনি মনে করেন। নিবন্ধে যা বলা হয়েছে, তা একজন দায়িত্বরত জেনারেলের আচরণের সঙ্গে মানানসই নয়।
গত নভেম্বরে ম্যাকক্রিস্টাল সিএনএনে একটি কলাম লিখেন। এতে তিনি লিখেন, ‘যুক্তরাষ্ট্র নেতৃত্ব–সংকটের মুখে।’
ম্যাকক্রিস্টালের মতে, যুক্তরাষ্ট্রের মানুষদের জাতীয় নেতাদের পক্ষে–বিপক্ষে দিন দিন মোহগ্রস্ত হওয়ার প্রবণতা বাড়ছে। এই প্রবণতার সবচেয়ে বড় উদাহরণ প্রেসিডেন্ট ট্রাম্প। দশকের পর দশক ধরে এ অবস্থা চলছে।