
মার্কিন বিচার বিভাগের সাবেক আইনজীবী ক্রিস্টোফার রে এফবিআইয়ের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের প্রায় তিন মাস পর ১ আগস্ট ক্রিস্টোফার রেকে এ পদে নিয়োগ দেয় সিনেট। সংবাদ সংস্থা রয়টার্স ২ আগস্ট এ তথ্য জানিয়েছে।
ক্রিস্টোফার রের নিয়োগের বিষয়ে সিনেটে অনুষ্ঠিত ভোটে পক্ষে ভোট পড়ে ৯২টি। আর বিপক্ষে ভোট পড়ে পাঁচটি। দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার দলের সঙ্গে রুশ সংশ্লিষ্টতার অভিযোগের তদন্তের নেতৃত্ব দেবেন তিনি। গত ৯ মে সাবেক এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর রবার্ট মুয়েলারকে বিশেষ কৌশলী হিসেবে নিযুক্ত করে বিচার বিভাগ। এ সময়টিতে এফবিআই পরিচালিত এ তদন্তের তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করেন মুয়েলার। এখন এ দায়িত্ব পদাধিকারবলেই পড়তে যাচ্ছে ক্রিস্টোফার রের ওপর।
এফবিআই প্রধান হিসেবে নিয়োগ নিশ্চিত হওয়ার পর এখন পর্যন্ত ক্রিস্টোফার রের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে গত মাসে এ–বিষয়ক সিনেট শুনানিতে তিনি জানিয়েছিলেন, তিনি স্বাধীনভাবে কাজ করবেন। পাশাপাশি প্রেসিডেন্টের দিক থেকে আসা কোনো চাপ বা কোনো ধরনের রাজনীতি দ্বারা পরিচালিত হবেন না বলেও জানান তিনি। শুনানিতে রবার্ট মুয়েলারকে ‘দক্ষ ও সোজাসাপটা মানুষ’ হিসেবে উল্লেখ করেন ক্রিস্টোফার।
এর আগে এফবিআইর সঙ্গে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে ক্রিস্টোফারের। ২০০০ সালে তিনি এনরোন করপোরেশন জালিয়াতির তদন্তে সাবেক এফবিআই–প্রধান জেমস কোমির সঙ্গে কাজ করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় বিচার বিভাগের অ্যাসিস্টেন্ট অ্যাটর্নি জেনারেল ছিলেন ক্রিস্টোফার। সে সময় ক্রিমিনাল ডিভিশনের প্রধান ছিলেন তিনি।