Thank you for trying Sticky AMP!!

নাজনীন সীমনের দুটি বইয়ের প্রকাশনা উৎসব

প্রকাশনা উৎসবে বক্তব্য রাখছেন গল্পকার নাজনীন সীমন

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশের সাহিত্যিক নাজনীন সীমনের দুটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বই দুটি হলো গল্পের বই ‘সম্ভ্রমহীন সভ্যতার আখ্যান’ ও কবিতার বই ‘নাজনীন সীমনের কবিতা’।
২৭ এপ্রিল বই দুটির প্রকাশনা উপলক্ষে কবিতা পত্রিকা ‘শব্দগুচ্ছ’র আয়োজনে বাংলাদেশ প্লাজা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেলাল বেগ।
গল্পের বইয়ের কয়েকটি গল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন কৌশিক আহমেদ ও আহমাদ মাযহার। কবিতা নিয়ে আলোচনা করেন মোহাম্মাদ উল্লাহ, শামস আল মমীন, মিথুন আহমেদ ও সুলতান ক্যাটো। অনুপস্থিত নিকোলাস বার্ন্সের লিখিত প্রবন্ধ পড়ে শোনান মাহিরা রাহিম। বই দুটির লেখক নাজনীন সীমন নিজের লেখা কয়েকটি কবিতা পড়ে শোনান।
সীমনের কবিতা আবৃত্তি করেন শিরীন বকুল, মুমু আনসারী ও নাট্যকর্মী রেশমা চৌধুরী। গল্প পড়ে শোনান লুৎফুন নাহার লতা। শুভেচ্ছা বক্তব্য দেন ফাহিম রেজা নূর, আসলাম খান ও মনিরা আকঞ্জি।
অনুষ্ঠানে পুঁথিপাঠ করেন সানোয়ার হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বীকৃতি বড়ুয়া ও স্বপ্ন কুমার।
এ বছর বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় ‘নাজনীন সীমনের কবিতা’ প্রকাশ করে অনন্যা প্রকাশনী ও গল্পগ্রন্থ ‘সম্ভ্রমহীন সভ্যতার আখ্যান’ প্রকাশ করে মাওলা ব্রাদার্স।
‘শব্দগুচ্ছ’ পত্রিকার পক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি হাসানআল আবদুল্লাহ।