নিউইয়র্কভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশনের ল’ অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে দর্শকদের নানা পরামর্শ দিয়ে থাকেন অ্যাটর্নি নাজমুল আলম। অনুষ্ঠানটি কোন আইনি পরামর্শ নয়, দর্শকদের নানা প্রশ্নের উত্তর থেকে ইমিগ্রেশন নিয়ে কেবল একটি দিক নির্দেশনা পাওয়া যায়। সরাসরি এই অনুষ্ঠানে টেলিফোনে দর্শকের প্রশ্ন নেওয়া হয় এবং এসব প্রশ্নের উত্তর দেন নাজমুল আলম।
২০ ডিসেম্বর প্রচারিত অনুষ্ঠানের প্রথমে অ্যাটর্নি নাজমুল আলম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে বেশ কিছুসময় আলোচনার ফাঁকে ফাঁকে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন।
এদিন অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি মশিউর রহমান। তিনি জানান, তিনি ২০০৮ তার বোনদের জন্য আবেদন করেন। প্রায় তিন বছর আগে তিনি নিজের নাম বদলিয়েছেন তাঁর সোশ্যাল সিকিউরিটি আর পাসপোর্ট নতুন নামে এবং জন্ম সনদ বাংলাদেশের আগের নামে। আবেদনের সময় সব ডকুমেন্ট আগের নামেই করেছি এখন তার কি করতে হবে?
জবাবে অ্যাটর্নি নাজমুল তাঁকে ভিসা সেন্টারে ফোন করে নাম পরিবর্তনের কথা জানিয়ে কোর্টের কাগজপত্র ভিসা সেন্টারে জমা দিতে বলেন।
নিলু ভূঁইয়া জানতে চান, মা–বাবা শারীরিক বা মানসিক প্রতিবন্ধী হলে এবং তারা যদি হোম কেয়ার ও পাবলিক অ্যাসিস্টের সুবিধা নেন, তাহলে তারা কি ডিজঅ্যাবিলিটি সিটিজেনশিপ পাবেন? তাদের প্রাইমারি ডাক্তার সিটিজেনশিপ পাওয়ার জন্য এন–৬৪৮ ফরম পূরণ করে দিয়েছেন। এখন কি তাদের জন্য কোনো অ্যাটর্নির সাহায্য নিতে হবে?
নাজমুল আলম বলেন, এ ব্যাপারে একজন অ্যাটর্নির সাহায্য নিলে ভাষাগত ও আইনগত দিক থেকে ভালো হবে।
লন্ডন থেকে নাজমুলের প্রশ্ন, গত সপ্তাহে আমেরিকার ফি জমা দেওয়ার জন্য চিঠি পেয়েছেন এবং একদিন হয় লন্ডনের কোর্ট থেকে অ্যাসাইলাম অনুমোদনের চিঠি পেয়েছেন। এখন কি তিনি লন্ডনে থেকে আমেরিকার অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে পারবেন?
জবাবে নাজমুল আলম দুটোই এগিয়ে নিয়ে যেতে পরামর্শ দিয়ে বলেন, কাজ হলে সিদ্ধান্ত নেবেন, কোন সুযোগ আপনি নেবেন।
পরে একই প্রশ্নকর্তা জানতে চান, তিনি যদি লন্ডনের অ্যাসাইলামের আবেদনটা বাতিল করে বাংলাদেশে গিয়ে আমেরিকার অ্যাম্বাসিতে ইন্টারভিউ দেন, তাহলে কি রিফিউজি স্ট্যাটাসের কোনো অসুবিধা হবে? এ ছাড়া ভিসা ফি কত দিনের মধ্যে জমা দিতে হবে।
জবাবে নাজমুল আলম লন্ডনে একজন সলিসিটার বা অ্যাটর্নির সাহায্য নেওয়ার পরামর্শ দেন। ভিসা ফি এক বছরের ভেতরে জমা না দিলে আবেদন বাতিল হয়ে যায় বলে জানান তিনি। আমেরিকার ইন্টারভিউটা তিনি যেন লন্ডন থেকে দেন। তা না হলে হয়তো কোনো অসুবিধা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
ফারহান নামে একজন জানতে চান, তাঁর মামা মাল্টিপল ভিসায় আমেরিকায় আসা–যাওয়া করেন। কিন্তু তিন মাস আগে আমেরিকা যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে ভিসা বাতিল করে তাঁকে দেশে পাঠিয়ে দেয়। আবার এফ ৪ অ্যাপ্লিকেশনের ওয়েলকাম চিঠি এসেছে, কিন্তু ভিজিট ভিসায় কি কোনো প্রভাব ফেলবে আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে?
জবাবে নাজমুল আলম বলেন, ফেলতে পারে। তবে যখন অ্যাম্বাসিতে ডাকবে, তখন তাঁর ভিজিট ভিসা বাতিল হয়েছে কথাটা বলে দিতে। কেন বাতিল হয়েছে জানতে চাইলে সঠিক যুক্তি দেখাতে পারলে তার এফ ৪ ভিসা হয়ে যাবে বলে জানান তিনি।
টেলিফোনে একজন দর্শক জানতে চান, রাজনৈতিক আশ্রয় পদ্ধতিতে তিনি গ্রিনকার্ডের জন্য আবেদন করেছিলেন। এতদিন অনলাইনে দেখাচ্ছিল, ফিঙ্গার প্রিন্টার প্রসেসিং চলছে। কিন্তু এখন আর কিছু অনলাইনে দেখতে পাচ্ছেন না। এখন তার কি করতে হবে?
জবাবে নাজমুল বলেন, ফিঙ্গার প্রিন্ট ঠিক থাকলে তারা গ্রিনকার্ড পাঠিয়ে দেবে।
বাংলাদেশ থেকে ওমর ফোনে জানতে চান, তাঁর বড় ভাই সিএসপি ক্যাটাগরিতে যোগ্য না হওয়াতে তার নামটা ওয়েলকাম লেটারে আসেনি। তাই পিটিশনার আবার একজন নোটারি অ্যাডভোকেট দিয়ে অ্যান্ডোর্সমেন্টের জন্য ওনার নামে এপ্লাই করেন। কিন্তু প্রায় ৭ সপ্তাহ হয়ে গেছে, এখনো তারা কিছু জানায়নি। এ ক্ষেত্রে ওনার করণীয় কি?
জবাবে নাজমুল বলেন, সাধারণত এ ব্যাপারে একটু সময় লাগে। অ্যাম্বাসির কাজ শেষ হলে ওরাই জানাবে, তবে এই বিষয়ে তাদের স্মরণ করিয়ে দেওয়া লাগবে বলেও জানান তিনি।
নাম–পরিচয় না জানিয়ে টেলিফোনে একজন দর্শক প্রশ্ন করেন, তাঁর ভাইয়ের ছেলের পাসপোর্টে জন্ম তারিখ ভুল হওয়ায় বদলানো হয়েছিল। এ অবস্থায় ওদের ইন্টারভিউ হয়ে গেছে, এখনো ভিসা দিচ্ছে না। বারবার দেখাচ্ছে প্রক্রিয়ায় আছে। এখন কি ওদের ভিসাটা হবে?
জবাবে অ্যাটর্নি নাজমুল বলেন, আমেরিকা অ্যাম্বাসি এ বিষয় নিয়ে দ্বিধাগ্রস্ত, তাই দেরি হচ্ছে। কারণ একজন মা কীভাবে বাচ্চার জন্মদিন ভুল করে। এখন তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে বলার পরামর্শ দেন তিনি।
দর্শক আতিকুল হক টেলিফোনে জানতে চান, তিনি তাঁর স্ত্রী ও তিন সন্তানের আমেরিকান পাসপোর্টের জন্য আবেদন ডাকযোগে পাঠিয়েছেন। এরপর তারা জন্ম তারিখের সনদ রেখে পাসপোর্ট দিয়েছিল ২০১৮ সালের আগস্টে। কিন্তু বাকি ডকুমেন্টগুলো এখনো পাননি। ওরা বলেছিল, তারা ডাকযোগে পাঠিয়ে দেবে, কিন্তু এখন পর্যন্ত পাননি।
জবাবে নাজমুল বলেন, মেইলটা নিশ্চয়ই মিসিং হয়েছে। তাই পাসপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে টেলিফোনে অথবা লিখিতভাবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানের সবশেষ প্রশ্ন করেন ফেসবুকে সাইফুল আলম। তাঁর প্রশ্ন ছিল, ওয়েলকাম লেটার আসার কত দিনের ভেতরে সব কাগজ জমা দিতে হবে, আর কাগজ জমা দেওয়ার কত দিন পর ইন্টারভিউয়ের জন্য ডাকতে পারে?
জবাবে নাজমুল আলম বলেন, ওয়েলকাম লেটার পাঠানোর পর তারা প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে ইমেইল পাঠাবে, তাই ইমেইল চেক করতে বলেন। আর ইন্টারভিউয়ের তারিখ সব কাগজপত্র জমা হওয়ার পর ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করতে আপনার ইমেইলে জানিয়ে দেবে। তাই সব সময় ইমেইল চেক করার পরামর্শ দেন তিনি।
>ভিসা সম্পর্কিত বার্তা
পরিবারভিত্তিক এবং চাকরিভিত্তিক ভিসা প্রদানের বার্ষিক সংখ্যা কংগ্রেস কর্তৃক সীমাবদ্ধ। এই ক্যাটাগরির আবেদনকারীদের সাক্ষাৎকার নির্ধারিত হয় যদি তাঁদের অগ্রাধিকার তারিখ হালনাগাদ থাকে ও ভিসার সংখ্যা বর্তমান থাকে। যদিও সম্ভাবনা আছে, অগ্রাধিকার তারিখের পরিবর্তন হতে পারে এবং সাক্ষাৎকারের সময় ভিসার সংখ্যা আর বর্তমান নাও থাকতে পারে। আপনার ক্যাটাগরির ভিসার সংখ্যা যদি বর্তমান না থাকে, তবুও আপনার সাক্ষাৎকার যথা সময়ে হবে, তবে আপনার ভিসা ততদিন পর্যন্ত ইস্যু হবে না, যতদিন পর্যন্ত অগ্রধিকার তারিখ হালনাগাদ হয় এবং নতুন ভিসার সংখ্যা বর্তমান হয়। সকল অভিবাসী ভিসা আবেদনকারীগণ তাঁদের অগ্রাধিকার তারিখের অগ্রগতি সম্পর্কে জানার জন্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে (https://bit.ly/2EfaUuN) ভিসা বুলেটিন দেখতে পারেন।
বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে যে সকল তারিখ সমূহের কাজ চলছে?
মাস : ডিসেম্বর ২০১৯
F1 : ১৫ মে ২০১৩: (আমেরিকান নাগরিকদের অবিবাহিত ছেলে/মেয়েদের জন্য)
F2A : চলতি: [এলপিআর ব্যক্তিদের স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য (দেশভিত্তিক কোটা সাপেক্ষে)]
FX : ০১ জুলাই ২০১৯: (F2A কেইসেস যাদের অগ্রাধিকার তারিখ পুরোনো)
F2B : ০৮ আগস্ট ২০১৪: [এলপিআর ব্যক্তিদের অবিবাহিত ছেলে/মেয়েদের জন্য (২১ বছর বা উপরে)]
F3 : ০৮ নভেম্বর ২০০৭: (মার্কিন নাগরিকদের বিবাহিত ছেলে/মেয়েদের জন্য)
F4 : ০১ ফেব্রুয়ারি ২০০৭: (প্রাপ্ত বয়স্ক মার্কিন নাগরিকদের ভাই/বোন ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)এমপ্লয়মেন্ট ভিসা
E1 : ১৫ জুলাই ২০১৮
E2 : চলতি: (বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তি অথবা বিশেষ ডিগ্রীধারী)
E3 : চলতি: (দক্ষ কর্মী ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)
EW : চলতি: (অদক্ষ কর্মী ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)
E4 : চলতি: সার্টেন স্পেশাল ইমিগ্রান্ট
E5 : চলতি: ইমপ্লয়মেন্ট ক্রিয়েশন