সংগঠনের ৩০ বছর পূর্তি

নারায়ণগঞ্জ জেলা সমিতির অভিষেক

নারায়ণগঞ্জ জেলা সমিতির ৩০ বছর পূর্তি ও অভিষেক অনুষ্ঠানে অতিথি, নতুন এবং পুরোনো কমিটির সদস্যরা
নারায়ণগঞ্জ জেলা সমিতির ৩০ বছর পূর্তি ও অভিষেক অনুষ্ঠানে অতিথি, নতুন এবং পুরোনো কমিটির সদস্যরা

১৯৮৯ সালে গঠিত নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইন্‌ক-এর নির্বাচিত কমিটির অভিষেক ১৩ অক্টোবর রাতে অনুষ্ঠিত হয়েছে।

নিউইয়র্কে উডসাইডের গুলশান টেরেস মিলনায়তনে এই বর্ণিল অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন পর্বের অনুষ্ঠানে নতুন কমিটির শপথ পাঠ, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছিল। দ্বিতীয় পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়েজুন্নেসা।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, সংগঠনের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার আসাদুল বারী আসাদ, উপদেষ্টা নির্মল পাল, উপদেষ্টা মোহাম্মদ মজিবর, নোয়াখালী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী রব মিয়া, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি এনামুল হক, আড়াইহাজার সমিতির সভাপতি ইদ্রিস আলী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি মির্জা ফরিদ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আলী হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিষেক উদ্‌যাপন কমিটির আহ্বায়ক এম. আবদুল মান্নান, নির্বাচন কমিশনার শামছুল আলম ও দর্পণ কবীর।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন মো. ইফতেখার মাহমুদ। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ‘মসলিন’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়।

প্রথম পর্বে আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. আবদুল মান্নান ও সদস্যসচিব মোস্তফা জামান টিটো, সদস্য আবদুল মতিন সিকদার, মো. আবদুল কাদের ও আবু নাফে খান, প্রধান নির্বাচন কমিশনার আসাদুল বারী আসাদ, নির্বাচন কমিশনার শামছুল আলম ও দর্পণ কবীর মঞ্চে উপস্থিত হন। প্রধান নির্বাচন কমিশনার আসাদুল বারী আসাদ নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।

দ্বিতীয় পর্বে আলোচনা সভার শুরুতে সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি কেক কাটা হয়। অতিথি ও সংগঠনের কর্মকর্তারা কেক কাটেন। প্রধান অতিথি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন পররাষ্ট্রসচিব পদোন্নতি পাওয়ায় তাঁকে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দেন উপদেষ্টা মোহাম্মদ মজিবর। আলোচনা সভা সঞ্চালনা করেন গোপা পাল মুক্তা ও সাউদা সাবরিন পম্পি। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারহানা আমান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী কৃষ্ণা তিথি, শাহ মাহবুব এবং রওশন আরা।

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, নারায়ণগঞ্জ জেলাবাসীদের সংগঠনটির ৩০ বছর পূর্তি হলো। সৌহার্দ্য-ভ্রাতৃত্ববোধ এবং পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখলে প্রবাসে আঞ্চলিক সংগঠন সময়ের তালে এগিয়ে যেতে পারে। কোন্দল, দ্বন্দ্ব বা বিরোধ সংগঠনকে খণ্ডিত করে। আমরা যারা প্রবাসে থাকি, তাঁরা যেন একে-অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতাকে ধরে রাখি। প্রবাসী নারায়ণগঞ্জবাসীরা এই নজির সৃষ্টি করেছেন সংগঠনের ৩০ বছর পূর্তির মধ্য দিয়ে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের দুটি নদী শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গার পাড়ে রাস্তা-পার্ক বা বিনোদনের পরিবেশ সৃষ্টি করার উদ্যোগ নিতে পারে সরকার। এই জেলাবাসী এ ব্যাপারে দাবি তুলতে পারে। আমিও এ ব্যাপারে সরকারের শীর্ষ পর্যায়ে বলতে পারি।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বলেন, নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইন্‌ক-এর নতুন কমিটির কর্মকর্তারা ভোটে নির্বাচিত হয়েছেন, এটা সুসংবাদ। নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব সৃষ্টি হলে জবাবদিহি থাকে। আমি নতুন কমিটির কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি।

গত ২৫ আগস্ট প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই সংগঠনের। প্রায় ১৭০০ সদস্য ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছিলেন।

নতুন কমিটির কর্মকর্তারা হলেন—সভাপতি মির্জা ফরিদ উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আবদুল মান্নান, সহসভাপতি মোস্তফা জামান টিটো ও মশিউর রহমান তুহিন, সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, সহসম্পাদক মো. আবদুল মতিন সিকদার, কোষাধ্যক্ষ মো. আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক আবু নাফে খান, মহিলা বিষয়ক সম্পাদক গোপা পাল মুক্তা, ক্রীড়া সম্পাদক মো. জানে আলম বাবু, সাংস্কৃতিক সম্পাদক ফারহানা আমান, আপ্যায়ন সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক সাউদা সাবরিন পম্পি।

নির্বাহী সদস্যরা হলেন—নিতাই দাস, মনসুর আলী, মো. আনিসুর রহমান, এস এম কে ইকবাল, রোজিনা আক্তার ও সবুজ মিয়া।