
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান মাইশা আলম নিউ আমেরিকান্স অর্গানাইজেশনের দেওয়া ২০১৭ সালের পল অ্যান্ড ডেইজি ফেলো হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির সহ-প্রতিষ্ঠাতা মাইশা পাঁচ বছর ধরে এ সংগঠনের জন্য কাজ করছেন। তিনি জাতিসংঘ, বিশ্বব্যাংক এবং ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার জন্যও কাজ করেছেন। মাইশা বর্তমানে ইয়েল বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি করছেন। উল্লেখ্য, তিনি মাউন্ট হলইয়ক কলেজ থেকে স্নাতক এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
বিশ্বের বিভিন্ন দেশের ৩০ জন শিক্ষার্থী পল অ্যান্ড ডেইজি ফেলোশিপ পেয়েছেন। ১ হাজার ৭৭৫ জন শিক্ষার্থীর মধ্যে বাছাই করে এ ফেলোশিপ দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার নয়জনের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মাইশা আলম রয়েছেন। আমেরিকার সমাজ, সংস্কৃতি ও শিক্ষার্থীদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি বিবেচনা করে এ ফেলোশিপ দেওয়া হয়। নির্বাচিত ফেলো দুই বছরের জন্য ৯০ হাজার মার্কিন ডলার পাবেন।
বাংলাদেশে প্রকৌশলী বাবা এবং সরকারি কর্মকর্তা মায়ের সন্তান মাইশা আলম শিশু বয়সে জাকার্তা চলে যান মা-বাবার সঙ্গে।