প্রবাসীদের আলোচিত ১০

>
পরিবারসহ রিয়াজ তালুকদার
পরিবারসহ রিয়াজ তালুকদার

২০১৭ সালের শেষ সংখ্যাটি যখন প্রকাশিত হচ্ছে, তখন সবখানেই চলছে ২০১৮ সালকে বরণের প্রস্তুতি। নতুন বছরে, নতুন একটি সম্ভাবনা আসবে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য। সেই প্রত্যাশায় গত বছরের ঘটে যাওয়া কিছু বিষয়কে বিশেষভাবে মনে রাখা বেশ জরুরি

হামিদুর রশীদ,জাকির খান,ড. নীনা আহমেদ,আকায়েদ

আকায়েদ-কাণ্ড
২০১৭ সালটি বিশেষভাবে উল্লেখযোগ্য সন্ত্রাসী হামলাচেষ্টায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত আকায়েদ উল্লাহর কারণে। ১২ ডিসেম্বর নিউইয়র্কের ম্যানহাটনে ব্যস্ততম বাস টার্মিনালে ব্যস্ত সকালে বিস্ফোরণ ঘটানোর পর আহত অবস্থায় আটক করা হয় তাঁকে। পরে জানা যায়, আকায়েদ জঙ্গি সংগঠন আইএসের মতাদর্শের অনুসারী হয়েই আমেরিকার ক্ষতি করতে চেয়েছিলেন।
আকায়েদের ঘটনায় লজ্জায়, ক্ষোভে, শঙ্কায় মুষড়ে পড়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্র পুলিশের তথ্য অনুযায়ী, ২৭ বছর বয়সী আকায়েদ সাত বছর আগে ওই দেশে পাড়ি জমিয়েছিলেন। আকায়েদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে।

জাকির খান হত্যাকাণ্ড
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ব্রঙ্কসের ভাড়া বাসার মালিকের হাতে দিনেদুপুরে নির্মমভাবে খুন হন রিয়েলেটর জাকির খান। এ ঘটনায় শোকে ভেঙে পড়ে কমিউনিটি। প্রাথমিক তদন্ত আর হত্যাকারীর স্বীকারোক্তিতে বেরিয়ে আসে দীর্ঘ নয় মাস ধরে ভাড়া পরিশোধ না করা, বাড়ি কিনে নেওয়ার নামে টালবাহানা করা, বাড়ির মালিককে বিভিন্ন মামলায় জড়িয়ে হেনস্তা করাসহ নানাভাবে অতিষ্ঠ হয়ে বাড়িওয়ালা তাঁকে হত্যা করেন।
জাকির খান একটা সময়ে কমিউনিটির কাছে ছিলেন রিয়েল স্টেট বা আবাসন ব্যবসার প্রতীক। ব্রঙ্কসের ‘কনডো কিং’-এর খ্যাতিও অর্জন করেছিলেন। যিনি মানুষের বাসস্থানের ব্যবস্থা করে দিতেন, সেই তাঁকেই আবাসন-সংক্রান্ত দ্বন্দ্বের জেরে প্রাণ দিতে হয়েছিল। নিহত জাকির খানের হত্যাকাণ্ডের খবর নিউইয়র্কের শীর্ষস্থানীয় সব গণমাধ্যম বেশ ফলাও করে প্রকাশ করে।
জাকির খানের হত্যার পর সুষ্ঠু তদন্ত আর বিচার চেয়ে কমিউনিটির শীর্ষ নেতা আর সংগঠনগুলো একাধিকবার সভা-সেমিনার করেছে। তবে হত্যাকারী তাঁর দোষ স্বীকার করা আর ঘটনার কারণ বর্ণনা করার পর বাস্তবতার সঙ্গে তার মিল খুঁজে পেয়ে অপেক্ষাকৃত দুর্বল তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।

রিয়াজ তালুকদারের বহিষ্কার স্থগিত
১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশনার আদালতের কাগজপত্র দেখিয়ে আলোচনায় আসেন বাংলাদেশি বংশোদ্ভূত রিয়াজ তালুকদার। দীর্ঘ ৩৭ বছর ধরে এই দেশে বসবাস করার পর দুই সন্তানসহ ক্যানসারে আক্রান্ত স্ত্রীকে ফেলে রেখে দেশে ফিরে যেতে হচ্ছিল। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী আর কমিউনিটি প্রতিবাদে সরব হয়। যেদিন তাঁকে ইমিগ্রেশন দপ্তরে পাসপোর্ট আর দেশে ফিরে যাওয়ার টিকিটসহ চূড়ান্ত শুনানির জন্য ডাকা হয়, সেদিন নানা যুক্তিতর্ক শেষে তাঁর যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় বাড়ানো হয় ছয় মাস। এখনো সেই অবস্থায় আছে।
৩৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন রিয়াজ তালুকদার। কিন্তু বৈধভাবে থাকার অনুমতিপত্র না থাকায় ২০১০ সালে তাঁকে দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দেয় মার্কিন সরকার। আইনজীবীর ভুলে সেই আদেশের বিপরীতে পরবর্তী ব্যবস্থা না নিয়েই বসবাস এবং অন্য কাজকর্ম করতে থাকেন তিনি। এই দেশে তাঁর দুটি সন্তান জন্ম নেয়। জন্মসূত্রে তারা যুক্তরাষ্ট্রের নাগরিক। বড় ছেলে রাফি তালুকদারের বয়স এখন ১৫ বছর এবং হিসাব অনুযায়ী তার বয়স ২১ বছর হলেই বাবার জন্য গ্রিন কার্ডের আবেদন করার যোগ্যতা অর্জন করবে সে। সে ভরসাতেই ছিলেন রিয়াজ তালুকদার।

এক মাসেই দুটি আত্মহত্যা
১৪ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত একজন কর্মকর্তা হেমায়েত উদ্দীন তাঁর নিজের গুলিতে নিহত হন। নিজ বাসার বেসমেন্ট থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে যখন পরিবারের সদস্যরা বাসায় ছিলেন। হেমায়েত হোসেন সরকার (৩২) নামের ওই পুলিশ কর্মকর্তা স্ত্রী ও চার বছরের এক পুত্রসহ নিউইয়র্কের কুইন্স ভিলেজে বসবাস করতেন। কয়েক মাস আগে তিনি বাড়িটি কিনেছিলেন।
২০০৫ সালে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে এনওয়াইপিডির অফিসার পদে যোগ দেন হেমায়েত। প্রাথমিক তদন্তে জানা যায়, হেমায়েত হোসেন মাথায় নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার কারণ এখনো উন্মোচিত হয়নি। ধারণা করা হয়, পারিবারিক বিরোধ, কর্মস্থলে অশান্তি—এসব মিলিয়েই আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
ওই মাসেই আত্মহত্যা করেন ৩২ বছরের নাদিয়া আফরোজ সুমি। ৭ আগস্ট জ্যাকসন হাইটসের কাছে ইস্ট এলমহার্স্টে এই ঘটনা ঘটে। এ ঘটনার স্পষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে তাঁর লিখে যাওয়া চিরকুট ও পারিপার্শ্বিক ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, অসুস্থ স্বামী ও সংসারের ভার টানতে না পারার বেদনা থেকেই সুমি আত্মহত্যা করেন বলে মনে করা হয়।

কূটনীতিক হামিদুর রশীদের গ্রেপ্তার ও অব্যাহতি
২০১৭ সালের জুনে বেশ হইচই শুরু হয়েছিল জাতিসংঘে কর্মরত বাংলাদেশি কূটনীতিক হামিদুর রশিদের গ্রেপ্তারের ঘটনা নিয়ে। গৃহস্থালির কাজে থাকা মানুষকে ঠকানো, যথাযথ পারিশ্রমিক না দেওয়া ইত্যাদি বিষয় আলোচনায় উঠে আসে। এমনকি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানকারী কূটনীতিকদের দেশ থেকে কাজের মানুষ না নিয়ে আসার ওপরও মৌখিক নির্দেশনা জারি হয়। তবে বছর শেষে কূটনীতিক হামিদুরের পক্ষে গেছে ওই মামলা।

কংগ্রেসে যাওয়ার স্বপ্ন নীনার
যুক্তরাষ্ট্রের নিজস্ব রাজনীতিতে অপেক্ষাকৃত বড় দায়িত্ব পালন করা ফিলাডেলফিয়া শহরের ডেপুটি মেয়র ড. নীনা আহমেদ বাংলাদেশিদের মধ্যে বেশ আশার সৃষ্টি করেছেন কংগ্রেসনাল নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করে। ‘পেনসিলভানিয়া কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১’ থেকে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের জন্য এরই মধ্যে প্রচার শুরু করেছেন নীনা আহমেদ। ওই আসনের বর্তমান কংগ্রেসম্যান (ডেমোক্র্যাট) রবার্ট ব্র্যাডির বিরুদ্ধে নির্বাচনী তহবিল তছরুপের গুরুতর অভিযোগের তদন্ত চালাচ্ছে এফবিআই। ফলে নীনার প্রার্থী হওয়ার সম্ভাবনা বাড়ছে। এটা হলে তা হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় ঘটনা।
নিউইয়র্ক নগর পরিচালনায়ও বাংলাদেশিরা নাম লেখাতে চান। সেই প্রমাণ মিলেছে চলতি বছরের সিটি কাউন্সিল নির্বাচনের প্রাইমারিতে। বাংলাদেশি-অধ্যুষিত জ্যামাইকা আর ব্রুকলিনের ওজোনপার্ক থেকে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁরা হলেন টি রহমান ও হেলাল আবু শেখ। তাঁরা দুজন প্রাইমারিতে পিছিয়ে পড়লেও ভবিষ্যতে মাঠে থাকবেন বলে জানিয়েছিলেন।
মিশিগানের ডেট্রয়েটের পাশের শহর হ্যামট্রামিকে এরই মধ্যে দুজন দায়িত্ব পালন করছেন সিটি কাউন্সিলম্যান হিসেবে। তাঁরা হলেন আবু মুসা ও আনাম মিয়া। এই শহরের মেয়র পদে প্রথমবারের মতো লড়েছিলেন সাবেক কাউন্সিলম্যান মোহাম্মাদ কামরুল হাসান।

ভ্রমণে নিষেধাজ্ঞা ও কমিউনিটির প্রতিবাদ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে জারি করা প্রথম ও দ্বিতীয় দফার ভ্রমণ নিষেধাজ্ঞা-সংক্রান্ত নির্বাহী আদেশে বাংলাদেশের নাম ছিল না। তবে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর অচল করে দেওয়ার আন্দোলনে বেশ সক্রিয় ভূমিকা পালন করেন বাংলাদেশি প্রবাসীরা। অনেক বছর ধরে বসবাস করা বাংলাদেশি প্রবাসীদের অনেকে এরই মধ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে কাজ করে শীর্ষস্থানে পৌঁছে গেছেন।

জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলন
সব সিলেটিকে এক মঞ্চে আনতে ১৭ সেপ্টেম্বর থেকে দুই দিনের বিশ্ব সম্মেলনের আয়োজন করা হয়, যার নাম ছিল জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলন। নিউইয়র্কে বেশ জাঁকজমকপূর্ণভাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিদের অনেকের পৈতৃক নিবাস বৃহত্তর সিলেটে।
এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ‘ব্র্যাক’-এর চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা এতে যোগ দেন। সম্মেলনে নানা বিষয়ে আলোচনার পাশাপাশি সিলেট অঞ্চলের প্রখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

কানসাসে ছাত্র হত্যাকাণ্ড
গত ২৯ নভেম্বর কানসাস অঙ্গরাজ্যের উচিটা শহরে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি ছাত্র নিহত হন। তাঁর নাম এম হাসান রহমান বাঁধন (২৬)। সেখানে বাঁধন পিৎজা হাট ডেলিভারির কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি গাজীপুর চৌরাস্তার টেরিপাড়ায়। এই ঘটনা যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থী আর তাঁদের পরিবারবর্গের মধ্যে বেশ উদ্বেগ বাড়িয়ে দেয়।

ভালো স্কুলে ভর্তির ধারাবাহিক সাফল্য
নিউইয়র্কের স্পেশালাইজড হাইস্কুলে এ বছর প্রচুর বাংলাদেশি অভিবাসী পরিবারের সন্তানেরা ভর্তির সুযোগ পেয়েছে। তাদের ভর্তির নেপথ্যে কাজ করছে বাংলাদেশিদের স্থাপিত বেশ কয়েকটি টিউটোরিয়াল। সাফল্যের হিসাবে এবারও শীর্ষস্থান দখল করেছে খানস টিউটোরিয়াল।
স্পেশালাইজড স্কুলে ভর্তির ক্ষেত্রে সুপরিচিত খানস টিউটোরিয়ালের শিক্ষার্থীরা ৪৬৪টি অফার পেয়েছে বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ববি-তারিক লার্নিং সেন্টার থেকে ৭৫ জন ভর্তির সুযোগ পেয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি আগের সব রেকর্ড ভঙ্গ করেছে। পাশাপাশি মামুনস ও স্কলাস্টিকা টিউটোরিয়াল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। মামুনস থেকে ৪২ জন আর স্কলাস্টিকা টিউটোরিয়াল থেকে ১৬ জন স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে বলে জানা গেছে। তবে এটা সম্পূর্ণ তালিকা নয়। এর বাইরেও স্পেশালাইজড স্কুলগুলোতে অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ায় ২০১৭ সালটি প্রবাসী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ছিল বেশ আনন্দের।

সংকলন: সাহেদ আলম