ফেরিতে উঠতে মুসলিম পরিবারকে বাধা

নিরাপত্তার কারণ দেখিয়ে ফেরিতে চড়তে দেওয়া হয়নি এক মুসলিম পরিবারের সদস্যদের
নিরাপত্তার কারণ দেখিয়ে ফেরিতে চড়তে দেওয়া হয়নি এক মুসলিম পরিবারের সদস্যদের

নিরাপত্তা–সংক্রান্ত সমস্যার কারণ দেখিয়ে নিউইয়র্ক নগরীর ফেরি শ্রমিকেরা মুসলিম একটি পরিবারকে ফেরিতে উঠতে দেননি। ওই পরিবারের তিন নারীর দুজনের মাথায় ছিল হিজাব। সঙ্গে ছিল বেশ কয়েকটি শিশুও। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু এ ঘটনার মধ্য দিয়ে আনন্দের দিনটি এই মুসলিম পরিবারের জন্য সবচেয়ে খারাপ দিনে পরিণত হয়।

আমেরিকান-ইসলামিক রিলেশন কাউন্সিল নামক মুসলিম অধিকার সংগঠন এ নিয়ে মামলা দায়ের করেছে। মামলায় বলা হয়েছে, গত ২১ সেপ্টেম্বর ওই মুসলিম পরিবার ব্রুকলিন ব্রিজ থেকে ওয়ালস্ট্রিটে একটি ফেরিতে ওঠার প্রস্তুতি নিয়েছিলেন। উদ্দেশ্য, নগরীর জলাধারের সৌন্দর্য উপভোগ। পরিবারটি যখন ব্রুকলিন ব্রিজ পার্কে ফেরার জন্য উঠতে চায়, তখন প্রথমে ফেরি শ্রমিকেরা তাঁদের অন্য যাত্রীদের পরে উঠতে বলে।

কিছুক্ষণ পর ওই পরিবার যখন ফেরিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল, তখন দুজন ফেরি শ্রমিক নিজেদের মধ্যে আলাপ করে এবং তাঁদের একজন একপর্যায়ে পরিবারটিকে ফেরিতে উঠতে বাধা দেয়। ফেরি কর্মচারীরা ‘নিরাপত্তার’ কারণে ওই পরিবারকে ফেরিতে উঠতে দিতে পারছে না বলে জানান। মুসলিম পরিবারটি এর ব্যাখ্যা জানতে চাইলে ফেরির দরজা বন্ধ করে দেওয়া হয়। পরে দু ঘণ্টা আটকে রেখে তাঁদের ব্রুকলিন ব্রিজ পার্কের ফেরিতে উঠতে দেওয়া হয়। অন্যসব যাত্রীর সামনে ফেরি শ্রমিকদের এমন আচরণে তাঁরা অপমানিত বোধ করেছেন। এ সময় সঙ্গে থাকা শিশুরাও অনেক কান্নাকাটি করেছে বলেও তাঁরা জানান।

মামলার বাদি আমেরিকান-ইসলামিক রিলেশন কাউন্সিলের পরিচালক আহমেদ মোহাম্মদ বলেছেন, ‘পরিবারটি তাদের ধর্ম পরিচয়ের কারণে অপমানিত ও মানসিক আঘাতের শিকার হয়েছে, যা অগ্রহণযোগ্য।’

ঘটনাটি নিয়ে নগরীর মানবাধিকার বিভাগ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।