Thank you for trying Sticky AMP!!

যুক্তরাষ্ট্রের টেনেসির ডাক বিভাগে গুলি, বন্দুকধারীসহ নিহত ৩

বন্দুকযুদ্ধ

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ডাক বিভাগের এক কর্মীর গুলিতে তাঁর দুই সহকর্মী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় একটি ডাকঘরে এ হামলা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিজের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে মারা গেছেন হামলাকারী ব্যক্তি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মেমফিস এলাকায় ডাক বিভাগের ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্স কার্যালয়ে গুলি চালান ওই কর্মী। এতে সেখানকার দুই কর্মী নিহত হন। যুক্তরাষ্ট্রের ডাক পরিদর্শক সুসান লিংক সাংবাদিকদের জানান, হামলার শিকার দুই ব্যক্তি এবং বন্দুকধারী নিজেও ডাক বিভাগেরই কর্মী।

একই সংবাদ সম্মেলনে এফবিআইয়ের মেমফিস ফিল্ড অফিসের মুখপাত্র লিসা অ্যানে বলেন, ‘এফবিআই ঘটনাস্থলে কাজ করছে। তারা নিশ্চিত করেছে, ডাক বিভাগের যে তিন কর্মীর মরদেহ উদ্ধার হয়েছে, এর মধ্যে হামলাকারীও রয়েছেন। নিজের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে তাঁর।’ এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

সুসান ও লিসা—দুজনই এ হামলার বিস্তারিত তথ্য প্রদানে অস্বীকৃতি জানিয়েছেন।

বন্দুক হামলার ঘটনা যুক্তরাষ্ট্রে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে কাজ করা মানুষের অভিযোগ, আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও বন্দুক আইনগুলো অপেক্ষাকৃত শিথিল হওয়ায় এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘মেমফিসে আজ ঘটে যাওয়া পরিস্থিতির জন্য ডাক বিভাগ মর্মাহত। ভুক্তভোগীদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের পাশে আছি আমরা।’