Thank you for trying Sticky AMP!!

সামাজিক নেটওয়ার্ক ‘ট্রুথ সোশ্যাল’ আনছেন ট্রাম্প

নিজের সামাজিক নেটওয়ার্ক ট্রুথ সোশ্যাল আনার পরিকল্পনা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বুধবার নিজস্ব সামাজিক নেটওয়ার্ক চালুর পরিকল্পনা ঘোষণা করেছেন। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ফেসবুকে ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়। খবর এএফপির।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজে) ‘ট্রুথ সোশ্যাল’ নামে ওই সামাজিক নেটওয়ার্ক পরিচালনা করবে। আগামী মাসে ‘আমন্ত্রিত অতিথিদের’ জন্য এর বেটা সংস্করণ চালু হবে বলে আশা করা হচ্ছে।

টিএমটিজে সাবস্ক্রিপশন ভিডিও চালুরও পরিকল্পনা করেছে। এতে বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে।

ট্রাম্প বলেছেন, বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য কমাতেই তিনি টিএমটিজে ও ট্রুথ সোশ্যাল চালু করছেন। তিনি আরও বলেন, ‘টুইটারে তালেবানের বড় অংশের উপস্থিতি রয়েছে। কিন্তু এ বিষয়ে আপনাদের পছন্দের মার্কিন প্রেসিডেন্ট নীরব। এটা অগ্রহণযোগ্য।’

টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে বাতিল করার পর ট্রাম্প এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। গত মে মাসে তিনি ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ নামে একটি ব্লগ চালু করেন। অবশ্য এক মাস পর ইন্টারনেট থেকে তিনি এটি সরিয়েও নেন।

ট্রাম্পের সাবেক কর্মকর্তা জ্যাসন মিলার এ বছরের শুরুতে একটি সামাজিক নেটওয়ার্ক চালু করেন। তবে ট্রাম্প সেখানে যোগ দেননি।