Thank you for trying Sticky AMP!!

চীনের ‘আক্রমণাত্মক কর্মকাণ্ড’ নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

সংবাদ সম্মেলনে কথা বলছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ক জন কিরবি। সোমবার হোয়াইট হাউসে

চীনের সামরিক বাহিনীর ‘আক্রমণাত্মক কর্মকাণ্ডের’ ব্যাপারে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, বিদ্যমান পরিস্থিতিতে সাগর ও আকাশে যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে চীনের সংঘাত বেধে যেতে পারে, যা হতাহত হওয়ার ঘটনা ঘটাতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, ‘কারও আঘাত লাগার আগেই এটাকে থামাতে হবে। অনিরাপদ ও অপেশাদারি হস্তক্ষেপে এ উদ্বেগ তৈরি হয়েছে।’

Also Read: সংঘাত রোধে চীনের সঙ্গে সংলাপ চায় যুক্তরাষ্ট্র

এর আগে গত শনিবার পেন্টাগন জানায়, চীনের যুদ্ধজাহাজের কারণে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি রণতরি সরে যায়। তা না হলে সংঘর্ষ হতো। এর দুই সপ্তাহেরও কম সময় আগে চীনের একটি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমানের পথ আড়াআড়িভাবে পার হয়।

Also Read: যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে আরও অবনতি

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কিরবি বলেন, এসব আচরণই চীনের সামরিক বাহিনীর ‘আক্রমণাত্মক কর্মকাণ্ড বৃদ্ধির’ অংশ।