বিচিত্র

ফ্লোরিডায় ৪৬৮ ‘ডাইনোসর’

ডাইনোসর মেলায় অংশ নিতে ছাপানো আমন্ত্রণপত্র
ছবি: কক্স সায়েন্স সেন্টার অ্যান্ড অ্যাকুয়ারিয়ামের ফেসবুক পেজ থেকে

কল্পনা করুন তো, একটি মাঠে ছোট-বড় নানা আকারের ৪৬৮টি ডাইনোসর ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে ও খেলা করছে। দুঃস্বপ্ন ভেবে আপনি হয়তো ভয়ে কেঁপে উঠবেন। ভয় পাওয়ার কিছু নেই, একদমই ভয় পাবেন না।

জড়ো হওয়া ডাইনোসরগুলো আসলে মানুষ। নানা রঙের ডাইনোসরের পোশাক পরে ডাইনোসর সেজে তাঁরা ঘুরে বেড়াচ্ছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কক্স সায়েন্স সেন্টার অ্যান্ড অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ এ আয়োজন করেছিল। অনুষ্ঠানটি গত শুক্রবার রাতে ওয়েস্ট পাম বিচের স্ক্রিন অন দ্য গ্রিনে হয়েছিল।

সেই রাতে ৪৬৮ জন মাথা থেকে পা পর্যন্ত ডাইনোসরের মতো দেখতে পোশাকে ঢেকে এসেছিলেন। ক্লেমাটিস স্ট্রিটে যেন জুরাসিক ছবির দৃশ্য জীবন্ত হয়ে উঠেছিল। পরে সেখানে বিশাল বড় স্ক্রিনে জুরাসিক পার্ক সিনেমাও দেখানো হয়।

সেখানে উপস্থিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক প্রতিনিধি তাদের ওই আয়োজন পর্যবেক্ষণ করার পর ঘোষণা করেন, কক্স সায়েন্স সেন্টার অ্যান্ড অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষের প্রচেষ্টা সফল হয়েছে। তারা ডাইনোসরের পোশাক পরে এক জায়গায় সবচেয়ে বেশি মানুষ জড়ো হওয়ার আগের রেকর্ডটি ভেঙে দিয়েছে।

আগের রেকর্ডটি ২০১৯ সালে গড়া। সেবার ২৫২ জন ডাইনোসরের পোশাক পরে এক জায়গায় জড়ো হয়েছিলেন।

ওই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার পর কক্স সায়েন্স সেন্টার কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখে, ‘আমরা এটা করতে পেরেছি। এটা সম্ভব করে তুলতে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে ওয়েস্ট পাম বিচ সিটি ও আপনাদের যাঁরা আমাদের সঙ্গে এই ইতিহাস গড়তে এগিয়ে এসেছেন। আপনাদের ছাড়া আমরা এটা করতে পারতাম না।’

কক্স সায়েন্স সেন্টার অ্যান্ড অ্যাকুয়ারিয়ামে ডাইনোসর সাফারি প্রদর্শনী শুরু হয়েছে। এ উপলক্ষেই শুক্রবার ওই আয়োজন করা হয়েছিল। জনসাধারণের জন্য ওই প্রদর্শনী উন্মুক্ত করা হয়েছে।