দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীদের তৎপরতা
দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীদের তৎপরতা

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে।

স্থানীয় সময় বুধবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

পিএসএ এয়ারলাইনস নামের মার্কিন উড়োজাহাজ সংস্থার ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ছিলেন। আর ক্রু ছিলেন চারজন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনাসদস্য ছিলেন।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, এই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি।