
যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে মনোনয়ন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার এই মনোনয়নে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট।
স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথের দিনেই নতুন পররাষ্ট্রমন্ত্রী পদে রুবিওর নিয়োগ চূড়ান্ত হয়েছে। এর মধ্য দিয়ে এই প্রথম লাতিনো বংশোদ্ভূত কোনো রাজনীতিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন।
মার্কো রুবিও কট্টর চীনবিরোধী হিসেবে পরিচিত। সেই সঙ্গে তিনি ইসরায়েলের ঘোর সমর্থক। মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক ও গোয়েন্দা কমিটির শুনানিতে অংশ নেওয়ার কয়েক দিন পরই ১০০ সদস্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী পদে রুবিওকে সমর্থন দিলেন। তিনি পেয়েছেন ৯৯ ভোট।
রুবিওর জন্ম ফ্লোরিডাতেই। তিনি বিগত বছরগুলোয় চীন, ইরান, কিউবাসহ যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান রেখেই শক্তিশালী মার্কিন পররাষ্ট্রনীতির পক্ষে কথা বলেছেন।